ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে অনিশ্চিত বিরাট! ‘চোট’ না ‘খারাপ ফর্ম’? চর্চা তুঙ্গে

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে অনিশ্চিত বিরাট! ‘চোট’ না ‘খারাপ ফর্ম’? চর্চা তুঙ্গে

4a58fe25fb7d65ac8ce53926f753f4ab

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই বিরাট কোহলি। ব্যাটে তাঁর রানের খরা৷ লাগাতার ব্যর্থতায় তাঁকে নিয়ে সমালোচনা তুঙ্গে৷ ওয়ান ডে, টি-২০ বা টেস্ট, ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না বিরাট৷ যার জেরে আইসিসি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকেও ছিটকে গিয়েছেন তিনি৷ এরই মধ্যে গত রবিবার ইংলন্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন বিরাট৷ চোটের কারণে সোমবার অপশনাল প্র্যাকটিসেও যোগ দিতে পারেননি তিনি৷ সেই কারণেই সম্ভবত মঙ্গলবার স্টোকস বাহিনীর বিরুদ্ধে মাঠে দেখা যাবে না তাঁকে৷ 

আরও পড়ুন- জোকোভিচের হাতেই উইম্বলডন, গ্র্যান্ড স্ল্যামের তালিকায় টপকে গেলেন ফেডেরারকে, সামনে শুধু নাদাল

সূত্রের খবর, নটিংহ্যাম থেকে লন্ডন যাওয়ার টিম বাসেও ছিলেন না প্রাক্তন অধিনায়ক৷ শোনা যাচ্ছে, চেকআপের জন্য তিনি নাকি নটিংহ্যামেই থেকে গিয়েছেন৷ যদিও ক্রিকেট মহলে একাংশের মধ্যে গুঞ্জন, বিরাট মাঠে না নামলেও বিশেষ ফারাক পরবে না রোহিত বাহিনীর৷ কারণ এমনিতেই ফর্মে নেই তিনি৷ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও তাঁর রানের ঝুলি ফাঁকা৷ অথচ তাঁকে প্রথম একাদশে খেলানোর জন্য ফর্মে থাকা ব্যাটারকে বসাতেও পিছু পা হয়নি টিম ম্যানেজমেন্ট৷ ফলে এই অবস্থায় ক্রিকেট মহলে জোর গুঞ্জন, সম্ভবত চোটের ‘অজুহাতে’ই হয়তো টিম থেকে বাদ দেওয়া হবে বিরাটকে৷ 

যে চোটের জন্য টিম থেকে ছিটকে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে, সেই চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি৷ আর সেই জন্যেই নাকি আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা স্থগিত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷  মঙ্গলবার দল ঘোষণা করা হবে৷ তবে চোটের খবর আসার আগেই শোনা গিয়েছিল, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নাকি এই সিরিজে বিশ্রাম চেয়েছিলেন কোহলি। তবে ‘বিশ্রাম’ নাকি ‘বাদ’, তা নিয়ে জল্পনা তুঙ্গে৷