জোকোভিচের হাতেই উইম্বলডন, গ্র্যান্ড স্ল্যামের তালিকায় টপকে গেলেন ফেডেরারকে, সামনে শুধু নাদাল

জোকোভিচের হাতেই উইম্বলডন, গ্র্যান্ড স্ল্যামের তালিকায় টপকে গেলেন ফেডেরারকে, সামনে শুধু নাদাল

e35c95e736ef2af30546ab421458728e

কলকাতা: রবিবার ছিল উইম্বলডনের ফাইনাল ম্যাচ৷ অনেকেই মনে করেছিলেন এদিন কোর্টে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ, উইম্বলডনের ফাইনালে এমন দুই খেলোয়াড় মুখোমুখি হয়েছিলেন, যাঁরা বিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে শেখেননি। যাঁরা লড়াই করেন সিংহের মতো৷ কিন্তু, যতটা ভাবা হয়েছিল ততটা হাড্ডাহাড্ডি লড়াই হল না। শেষ সেট বাদে লড়াই হল কিছুটা একপেশে৷ নিক কিরিয়সকে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে ২১তম গ্র্যান্ড স্ল্যামে নিজের নাম খোদাই করলেন নোভাক জোকোভিচ। নিক কিরিয়স জীবনে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নেমেছিলেন। উলটো দিকে ছিলেন কুড়িটি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচ। 

আরও পড়ুন- বাংলা ছেড়ে এই রাজ্যে গেলেন ঋদ্ধিমান, পেলেন নতুন দায়িত্ব

ফাইনাল ম্যাচের শুরুতেই দাপট দেখাতে শুরু করেছিলেন জকোভিচ। কিন্তু, সকলকে অবাক করেই ম্যাচে দারুণ কামব্যাক করেন টেনিসের ব্যাড বয়। টানা গেম জিততে থাকেন কিরিয়স। শেষ পর্যন্ত ৬-৪ ফলে প্রথম সেট জিতে নেন তিনি।কিন্তু, দ্বিতীয় সেটে ফের দুরন্ত কামব্যাক করেন জকোভিচ। আক্রমণাত্মক টেনিস খেলে রীতিমতো চাপে ফেলে দেন তাঁর অস্ট্রেলিয় প্রতিপক্ষকে। ৬-৩ ফলে সেট জিতে নেন জোকার।

তৃতীয় সেট জোড় টক্কর হয় দু’জনের মধ্যে। জকোভিচকে সমানে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কিরিয়সও। একটা সময় পর্যন্ত তৃতীয় সেটে এগিয়েও গিয়েছিলেন এই অস্ট্রেলিয় টেনিস তারকা। তবে, মাথা ঠাণ্ডা রেখে লড়াই চালান জোকার৷ ধীরে ধীরে সেটের নিয়ন্ত্রণ নিজের হাতে টেনে নেন তিনি। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন তিনিই। ৬-৪ ফলে সেট জিতে যান এই কিংবদন্তি।  

কিরিয়স জিততে না পারলেও তাঁর শটের বৈচিত্র্য, মাধুর্য্য রয়েছে তা অস্বীকার করার উপায় নেই৷ রবিবার উইম্বলডনের সেন্টার কোর্টে বার বার সেই নিদর্শন দেখা গেল।