আগরতলা: আনুষ্ঠানিক ভাবে বাংলার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন ঋদ্ধিমান, সিএবি থেকে পেয়েছিলেন এনওসি। অনুমান আগেই করা হয়েছিল যে তিনি কোন রাজ্যে যাচ্ছেন, অবশেষে সেই জল্পনাই সত্যি হল। বাংলা ছেড়ে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে গেলেন তিনি। ক্রিকেটার হওয়ার পাশাপাশি পেলেন মেন্টরের দায়িত্বও। তাই এখন থেকে ঋদ্ধিমান আর বাংলার নন, ত্রিপুরার ক্রিকেটার।
আরও পড়ুন- নিজের রেকর্ড ভেঙে নজির নীরজের, ডায়মন্ড লিগে প্রথম পদক জিতলেন সোনার ছেলে
বাংলা ছাড়ার পর তিনি কোন রাজ্যে যাবেন তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। একাধিক রাজ্য ছিল কৌতূহলের তালিকায়। কিন্তু ত্রিপুরার দিকেই পাল্লা ছিল ভারি। শেষে সেই জল্পনাই সত্যি হয়েছে। এই রাজ্যের ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েই নিজের কাজ শুরু করে দিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। তিনি জানিয়েছেন, আপাতত তিনি ত্রিপুরা ক্রিকেটের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে দিয়েছেন এবং রাজ্যের ক্রিকেটের উন্নতি নিয়ে কাজ করবেন। একই সঙ্গে ভারতীয় দলে ফেরার আশা তিনি যে এখনই ছাড়েননি সেটাও স্পষ্ট করে দিয়েছেন ঋদ্ধিমান।
তবে তাঁর বাংলা ছাড়ার কারণ কি ‘ইগোর’ লড়াই? সেই প্রশ্নের উত্তর আগেই দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, বাংলার সঙ্গে কোনও দিনই তাঁর কোনও ইগোর লড়াই ছিল না। কোনও ব্যক্তির সঙ্গে মতান্তর হয়ে থাকতে পারে৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু বাংলার জন্য সব রকম শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঋদ্ধি। ভবিষ্যতে কখনও যদি তাঁকে দরকার হয়, আর পরিস্থিতি ঠিকঠাক থাকে, তা হলে সাহায্য করতেই পারেন, এমনও জানিয়েছিলেন তিনি।