‘প্লিজ ভামিকার ছবি তুলবেন না…’, মেয়ের ছবি ভাইরাল হতেই অনুরোধ বিরাটের

‘প্লিজ ভামিকার ছবি তুলবেন না…’, মেয়ের ছবি ভাইরাল হতেই অনুরোধ বিরাটের

 

জোহনেসবার্গ:  এতদিন মেয়ে ভামিকাকে সযত্নেই আড়াল করে রেখেছিলেন বাবা বিরাট কোহলি ও মা অনুষ্কা শর্মা৷ ছবি শেয়ার করলেও তা হয় পিছন দিক থেকে তোলা, নচেৎ অস্পষ্ট৷ কিন্তু আচমকাই যেন সরে গেল সেই অবগুন্ঠন৷ প্রকাশ্যে চলে এল বিরুষ্কা কন্যার ছবি৷ যা দেখে একেবারেই নাখুশ বিরাট৷ সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের সামনে তাঁর আর্জি দয়া করে ভামিকার ছবি তুলবেন না৷  

আরও পড়ুন- সুভাষের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর, স্মরণসভা করছে মোহন-ইস্ট

প্রসঙ্গত, রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় এক দিনের ম্যাচ চলাকালীন গ্যালারিতে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে দেখা যায় অনুষ্কা শর্মাকে৷ বিরাট অর্ধশতরান করতেই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ঠিক সেই সময়েই ক্যামেরার লেন্সে বন্দি হয় অনুষ্কার কোলে থাকা খুদে ভামিকা৷ মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর পরেই সোমবারই সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে একটি বিবৃতি দেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা৷ তাঁদের অনুরোধ করেছেন, ‘দয়া করে ভামিকায় ছবি তুলেন না’৷

সোমবার নিজেদের ইন্সটাগ্রাম স্টোরেতে বিরাট এবং অনুষ্কাকে প্রায় একই বিবৃতি পোস্ট করতে দেখা যায়। তাঁরা লিখেছেন, ‘গতকাল আমাদের মেয়ে ভামিকার ছবি তোলা হয়েছে এবং তা সোশ্যাল মিডিয়ায় বহু শেয়ার হয়েছে৷ আমরা এই বিষয়টি জানতে পেরেছি৷ সকলকে বলতে চাই যে, আমরা এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম৷ বুঝতেই পারিনি যে ক্যামেরা আমাদের দিকে তাক করা রয়েছে৷ এই বিষয়ে আমাদের অবস্থান এবং অনুরোধ এখনও আগের মতোই। আমরা খুশি হব যদি ভামিকার ছবি তোলা বা প্রকাশ করা না হয়। কারণটা আমরা আগেই উল্লেখ করেছিলাম৷ ধন্যবাদ।’

গতকাল হাফ সেঞ্চুরির পরেই গ্যালারির দিকে ব্যাট তুলে ইশারা করেন বিরাট। তাঁদের অজান্তেই টিভি ক্যামেরা তখন অনুষ্কা এবং ভামিকার দিকেই তাকিয়ে৷ মেয়েকে চুমু খেয়ে বিরাটকে দেখিয়ে অনুষ্কা বলেন, “দেখো পাপা, পাপা।” বারবার অনুরোধ করেও মেয়ের ছবি প্রকাশ্যে আনা রুখতে পারেননি বিরাট৷ এই ঘটনায় স্বভাবতই বিরক্ত তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 2 =