এই শেষবার টি-২০-তে অধিনায়ক হিসেবে দেখা যাবে বিরাটকে

এই শেষবার টি-২০-তে অধিনায়ক হিসেবে দেখা যাবে বিরাটকে

নয়াদিল্লি: টি-টোয়েন্টি ক্রিকেটে আর অধিনায়ক থাকবেন না বিরাট কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই দায়িত্ব ছেড়ে দিতে চলেছেন তিনি। এদিন টুইট করে এমনটাই জানিয়েছেন বিরাট নিজে। তিনি আরও বলেন, দলের কোচ রবি শাস্ত্রী, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জল্পনা, এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। 

আরও পড়ুন- দুই পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকল ৯৬০ কোটি! হুলস্থুল গোটা গ্রাম

বিগত কয়েক দিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল যে, বিরাট কোহলি সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। আজ টুইটে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন। গত ৮-৯ বছরে দলের হয়ে খেলার চাপ এবং শেষ ৫-৬ বছর ক্রিকেটের তিন ফরম্যাটে অধিনায়কত্বের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে তিনি জানাচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুধু একদিনের ক্রিকেট এবং টেস্টের অধিনায়ক থাকবেন বিরাট কোহলি। নেটমাধ্যমে যে বিবৃতি তিনি দিয়েছেন তাতে কোহলি লিখেছেন, ”ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরে এবং নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। খেলা চলাকালীন যাঁরা আমাকে সমর্থন করেছেন, সতীর্থ, কোচিং স্টাফ, কোচ এবং আমাদের জন্য যাঁরা প্রার্থনা করেছেন, সেই সমস্ত ভারতবাসীকে আমার তরফ থেকে ধন্যবাদ’।” 

 

তিনি আরও লিখেছেন, ”ওয়ার্কলোড খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গত ৮-৯ বছর ধরে ক্রিকেটার হিসেবে এবং ৫-৬ বছর ধরে অধিনায়ক হিসেবে আমাকে যে অসহনীয় চাপ নিতে হয়েছে তিন ফরম্যাটের জন্য, তাতে ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের দলকে নেতৃত্ব দেওয়ার আগে আমার কিছুটা সময় দরকার। টি-টোয়েন্টি অধিনায়ক থাকাকালীন আমি দলের হয়ে নিজের সর্বস্ব দিয়েছি। এ বার ব্যাটসম্যান হিসেবেও নিজের সেরাটা দেব” তিনি এও উল্লেখ করে দেন যে, কোচ রবি শাস্ত্রী এবং রোহিত শর্মা ছাড়াও বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি নির্বাচকদের সঙ্গেও তিনি এই বিষয় আলোচনা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =