Aajbikel

সেমিফাইনালের আগে অনুশীলনে চোট কোহলির! রোহিতের মতো অনিশ্চত বিরাটও?

 | 
বিরাট

নয়াদিল্লি:  বিশ্বকাপ সেমিফাইনালের আগের দিন ফের ধাক্কা ভারতীয় টিমে৷  রোহিত শর্মার পর এ বার চোটে কাবু বিরাট কোহলি। ভারতীয় দলের অনুশীলন চলার সময় কুঁচকির কাছে চোট পান তিনি। ই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)-এর তরফে কিছু বলা না হলেও, নেটে স্পষ্টতই বিধ্বস্ত দেখাচ্ছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে৷ 

আরও পড়ুন- সত্যিই কি বিচ্ছেদের দোরগোড়ায় সানিয়া-শোয়েব জুটি? মুখ খুললেন ভারতীয় টেনিস তারকার বাবা

এদিকে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। তার আগে কোহলির এই চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত,  বিরাটের এই চোট গুরুতর নয়।


ঠিক কী ঘটেছিল?


এদিন নেটে ব্যাট করছিলেন কোহলি৷ বল করছিলেন হর্ষল প্যাটেল৷ প্রথমে দারুণ ছন্দেই ছিলেন প্রাক্তন অধিনায়ক৷ কিন্তু, হঠাৎই একটি বল  লাফিয়ে উঠে কোহলির কুঁচকিতে এসে লাগে। সঙ্গে সঙ্গে পিচের উপর বসে পড়েন তিনি৷ সাময়িক ভাবে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। এর পর নেটের পাশেই ব্যাটের উপর ভর দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তার পরে হাতের ইশারায় বুঝিয়ে দেন তেমন কিছু হয়নি।

প্রসঙ্গত, এই হর্ষল টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও সুযোগ পাননি। এদিন হর্ষলের বলে আঘাত পাওয়ার কিছু পরেই নেট ছেড়ে বেরিয়ে যান বিরাট। হালকা অস্বস্তিতে হচ্ছিল তাঁর৷ কিন্তু একচু থিতু হতেই ফের নেটে ফেরেন৷ বুঝিয়ে দেন, তাঁর চোট গুরুতর নয়। পরে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু এবং নুয়ান সেনাবীরত্নের সামনে খেলতে থাকেন কোহলি। নিজের পরিচিত কিছু শট বেরোয় তাঁর ব্যাট থেকে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভারতীয় দর্শকরা৷ 
 


 

Around The Web

Trending News

You May like