শততম টেস্টে কোহলিকে বিশেষ সম্বর্ধন বোর্ডের, মাঠে কেন অনুষ্কা? শুরু বিতর্ক

শততম টেস্টে কোহলিকে বিশেষ সম্বর্ধন বোর্ডের, মাঠে কেন অনুষ্কা? শুরু বিতর্ক

d2a602f9991328a9d31fab8d7dcae35c

মোহালি: ক্রিকেট ইতিহাসে যে সকল টেস্ট ম্যাচগুলি চিরস্মরণীয় হয়ে থাকবে, তার মধ্যে নিশ্চিত ভাবেই থাকবে মোহালি এই টেস্ট ম্যাচ৷  কারণ এটা শুধু মাত্র বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ নয়৷ এটা শ্রীলঙ্কার ৩০০তম টেস্ট এবং ভারত অধিনায়ক হিসাবে রোহিত শর্মার প্রথম টেস্ট। এই টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে তাই বিশেষ উদ্যোগ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শততম টেস্ট খেলতে নামার আগে বিশেষ সম্বর্ধনা দেওয়া হল বিরাট কোহলিকে৷ স্ত্রী অনুষ্কা শর্মাকে পাশে নিয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে স্মারক হিসাবে বিশেষ টুপি গ্রহণ করলেন কোহলি।

আরও পড়ুন- দীপা কর্মকার ‘সাসপেন্ডেড’? আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের তথ্য ঘিরে ধোঁয়াশা

বিরাটের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছিল বিসিসিআই। মোহালিতে নিজে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ৷ উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য কর্তারাও। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন উপস্থিত না থাকলেও, ম্যাচ চলাকালীন যে কোনও দিন তিনি মোহালিতে আসতে পারেন বলে সূত্রের খবর। তবে বিরাটের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে তাঁর হাতে এদিন তুলে দেওয়া হল বিশেষ টুপি৷ দলের তরফে কোচ রাহুল দ্রাবিড় এই উপহার তুলে দেন বিরাটের হাতে৷ সেই সময় মাঠে তাঁর পাশেই উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা৷ উপস্থিত ছিলেন ভারতীয় দলের সব সদস্যরা।

এই আবেগঘন মুহূর্তে স্ত্রীকে পাশে রেখে মাঠে উপস্থিত পরিবার ও দলের সতীর্থদের ধন্যবাদ জানান বিরাট। কিন্তু এরই মধ্যে সম্বর্ধনা অনুষ্ঠানে মোহালির মাঠে অনুষ্কা শর্মার উপস্থিতি নিয়ে  বিতর্ক বেঁধেছে সোশ্যাল মিডিয়ায়৷ তবে অধিকাংশ নেটিজেনের মন্তব্য, জীবনের অন্যতম স্মরণীয় মহূর্তে স্ত্রীকে পাশে রেখে বিশেষ নজিরই স্থাপন করলেন বিরাট কোহলি। তবে সকলে এই বিষয়টা ভালো চোখে দেখেননি। তাঁদের প্রশ্ন, সম্বর্ধনার মুহূর্তে কেন এভাবে ক্রিকেটারের স্ত্রীরা মাঠে ঢুকবেন? শুরু জোড় তর্ক-বিতর্ক৷  তবে এদিন কোহলি বলেন, “এটা আমার জীবনের এক বিশেষ মুহূর্ত। ছোটবেলার নায়কের হাত থেকে জীবনের ১০০তম টেস্ট ম্যাচের উপহার পাওয়াটা সত্যিই স্পেশ্যাল ব্যাপার। আমার স্ত্রী এখানে আছেন। আমার ভাইও গ্যালারিতে উপস্থিত আছেন। ওরা সবাই গর্বিত। ক্রিকেট দলগত খেলা। সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আমি বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই।”

বিরাটের শততম টেস্টের আগে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের নয়া অধিনায়ক রোহিত শর্মাও। তিনি বলেন, টেস্ট ক্রিকেটের দুনিয়ায় ভারত আজ যে জায়গায় পৌঁছেছে, তার কৃতিত্ব একজনেরই। তিনি বিরাট কোহলি। কোহলি টেস্ট টিমকে যেখানে পৌঁছে দিয়েছেন, আমি সেখান থেকে টিমকে এগিয়ে নিয়ে যেতে চাই৷’’