দীপা কর্মকার ‘সাসপেন্ডেড’? আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের তথ্য ঘিরে ধোঁয়াশা

দীপা কর্মকার ‘সাসপেন্ডেড’? আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের তথ্য ঘিরে ধোঁয়াশা

আগরতলা:  দীপা কর্মকার৷ রিও অলিম্পিক্সে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন ভারতের এই জিমন্যাস্ট৷ অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর৷ সেই দীপাই এবার সাসপেন্ডেড! ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশনের তথ্যে নড়েচড়ে বসেছে ভারতের ক্রিড়ামহল৷ কেন সাসপেন্ড করা হল দীপাকে? তার বিস্তারিত ব্যাখ্যা মেলেনি ওয়েবসাইটে৷ তবে এই খবরে দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ 

আরও পড়ুন- সদ্যোজাত কন্যার শেষকৃত্য সেরেই মাঠে ফিরলেন বিষ্ণু, করলেন শতরান

এ প্রসঙ্গে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী সংবাদমাধ্যমকে জানান, ‘‘দীপা আগেই  জিমন্যাস্টিক্স ছেড়ে দিয়েছেন। কেন ওকে সাসপেন্ড করা হল সে সম্পর্কে আমাদের কাছে সরকারি  ভাবে কোনও তথ্য নেই। দীপার লিগ্যাল অ্যাডভিজরি বোর্ডকে সবটা জানানো হয়েছে।” গত ৮ ফেব্রুয়ারি রাজধানী দিল্লির আইজি স্টেডিয়ামে জাতীয় শিবির শুরু হয়েছে। ওই শিবিরেও দীপা যাননি বলে জানান বিশ্বেশ্বর। জাতীয় শিবিরে যোগ না দিলে এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসেও যোগ দিতে পারবেন না তিনি। এমতাবস্থায় কেন তাঁকে সাসপেন্ড করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ সেই সঙ্গে দীপার কোচের মন্তব্য ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে৷ কেন হঠাৎ করে সরে গেলেন ভারতীয় জিমন্যাস্টিক্সের পোস্টার গার্ল? 

দীপা

এই বিষয়ে দীপার কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ মোবাইল বন্ধ রেখেছেন তিনি৷ তাঁর বোন জানান, দীপা বাড়িতে নেই৷ তাঁর বাবা-মা রয়েছেন কলকাতায়৷ এ প্রসঙ্গে ত্রিপুরা জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ”এই বিষয়ে সংস্থাকে কিছু জানানো হয়নি। আমরা এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত৷ তবে সংস্থার তরফে খোঁজ নেওয়া হবে৷’’ এদিকে দীপা যে এবার আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় যাচ্ছেন না, সে কথা আগেই জানানো হয়েছিল৷ এরই মধ্যে তাঁর সাসপেন্ডের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে৷ কানাঘুষো, ডোপ পরীক্ষার জন্যে দীপাকে ডেকে পাঠিয়েছিল ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশন (এফআইজি)৷ কিন্তু সেখানেও তিনি যেতে রাজ হননি। সব মিলিয়ে ধোঁয়াশায় দীপা৷