সদ্যোজাত কন্যার শেষকৃত্য সেরেই মাঠে ফিরলেন বিষ্ণু, করলেন শতরান

সদ্যোজাত কন্যার শেষকৃত্য সেরেই মাঠে ফিরলেন বিষ্ণু, করলেন শতরান

492b109e4a7dd828fd8866a2e412a669

কলকাতা: মনের গভীরে তীব্র যন্ত্রণার ঝড়৷ বুকের ভিতর লুকিয়ে রাখা যন্ত্রণার হাহাকার৷ তবুও দাঁতে দাঁত চেপে অদম্য লড়াই চালালোন তিনি৷ বরোদার হয়ে শুধু ব্যাট হাতে মাঠেই নামলেন না৷ শতরানও করলেন বিষ্ণু সোলাঙ্কি৷ বুকের ভিতরের যন্ত্রণাগুলো পরিণত হল দুরন্ত শটে৷  

আরও পড়ুন- কালো ঘুঁটিতে ৩৯ চালেই কুপোকাত কার্লসেনকে! বিশ্বচ্যাম্পিয়নরে হারিয়ে চমক ১৬-র প্রজ্ঞানন্দের

কিছুদিন আগেই নিজের সদ্যোজাত সন্তানকে হারিয়েছেন সোলাঙ্কি৷ সদ্যোজাত মেয়ের সৎকার করে এসে তিনি নেমে পড়লেন খেলার মাঠে৷ রঞ্জি ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে বরোদার হয়ে খেলছেন বিষ্ণু সোলাঙ্কি। ভুবনেশ্বরে বিকাশ ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিন বরোদার হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেন তিনি। 

১৬১ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন বরোদার এই ব্যাটার। তবে শনিবার ১ রান যোগ করেই আউট হয়ে যান৷ তাঁর ১০৩ রানে ভর করে ৫১৭ রান তোলে বরোদা৷ জীবনের এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে বিষ্ণুর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন আপামর ক্রিকেটপ্রেমী৷ 

বিষ্ণুর প্রশংসা করে টুইট করেন শেল্ডন জ্যাকসন। তিনি লেখেন, ‘অসাধারণ ক্রিকেটার! আমার চেনা সব থেকে কঠিন ক্রিকেটার। বিষ্ণু ও তাঁর পরিবারকে স্যালুট জানাই৷ ওঁরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরও শতরান পাও তুমি, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।’ বিষ্ণুর এই লড়ইয়ে অভিভূত বরোদা ক্রিকেট সংস্থার প্রধান শিশির হত্তাঙ্গাদি৷ টুইট করে তিনি বলেন, ‘কয়েক দিন আগে সদ্যোজাত মেয়েকে হারানো এক ক্রিকেটারের গল্প। মেয়ের শেষকৃত্য শেষে রঞ্জি খেলার জন্য বরোদা দলে যোগ দেন তিনি৷ শতরানও করেছেন৷ নেটমাধ্যমে তিনি খুব বেশি প্রশংসা নাই পেতে পারেন৷ কিন্তু, আমার কাছে বিষ্ণু সত্যিকারের নায়ক, এক জন অনুপ্রেরণা।’

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি বাবা হন বিষ্ণু৷ মেয়ে হওয়ার খবর আসে৷ কিন্তু সেই সুখ ছিল ক্ষণস্থায়ী৷ ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় সদ্যোজাতের সেই সময় দলের সঙ্গে ভুবনেশ্বরে ছিলেন বিষ্ণু৷ খবর পেয়েই বাড়ি ফিরে যান৷ মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে তিন দিনের মধ্যে ফের দলে যোগ দেন তিনি৷ ১৭ ফেব্রুয়ারি থেকে ম্যাচে যোগ দেন বিষ্ণু সোলাঙ্কি৷