আলিবাগে আলিশান ভিলা কিনলেন বিরুষ্কা! দাম কত জানেন? দেখুন অন্দরসজ্জা

আলিবাগে আলিশান ভিলা কিনলেন বিরুষ্কা! দাম কত জানেন? দেখুন অন্দরসজ্জা

মুম্বই: ম্বইয়ের আলিবাগে স্বপ্নের বাড়ি কিনলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড তারকা অনুষ্কা শর্মা। আলিবাগের আওয়াস গ্রামে ২০০০ বর্গফুটের একটি ভিলা কিনেছেন এই তারকা দম্পতি। যার দাম শুনলে চোখ কপালে উঠে৷ জানা গিয়েছে প্রায় ৬ কোটি টাকা দিয়ে এই ভিলাটি কিনেছেন কোহলি দম্পতি। এর আগে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মুম্বাইয়ের ওরলি এলাকার ওমকার টাওয়ারে একটি বাড়ি কিনেছিলেন বিরাট। তাঁদের বর্তমান ঠিকানা সেটাই৷ মুম্বইয়ে এ বার দ্বিতীয় বাড়িটি কিনে ফেললেন বিরাট।

আরও পড়ুন- আইএসএলের ছ’টি ডার্বিতেই হার ইস্টবেঙ্গলের, কী কারণে খারাপ সময় কাটাতে পারছে না ইস্টবেঙ্গল?

এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর, ১৯.২৪ কোটি টাকায় গিরাদ গ্রামে ৩৬০৫৯ বর্গফুটের একটি ফার্ম হাউস কিনেছিলেন কোহলি এবং অনুষ্কা। এবার আলিবাগের আওয়াস গ্রামে কিনলেন বাড়ি৷ জানেন ‘বিরুষ্কা’র নতুন বাড়ির অন্দর সজ্জা করেছেন কে? বিরাটের নতুন বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছিল হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানকে। আসলে শহরের যানজট থেকে দূরে নিরিবিলিতে ছুটি কাটাতে কে না ভালোবাসে। আলিবাগের আওয়াস গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যই নজরকাড়া। সেখানেই স্ত্রী অনুষ্কা আর মেয়ে ভামিকার সঙ্গে অবসর কাটাতে চান প্রাক্তন অধিনায়ক৷ তার জন্য প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই গ্রামকেই বেছে নিয়েছেন বিরাট।
 

কোহলির বাড়ি

আলিবাগের এই ভিলায় রয়েছে ৪০০ বর্গফুটের একটি সুন্দর সুইমিং পুল। রয়েছে সব রকম সুযোগ সুবিধা৷ অন্দরসজ্জাতে রাখা রয়েছে সবুজের ছোঁয়া। এই ভিলাটি কেনার জন্য ৩৬ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি দেন বিরাট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন বাড়ির কিছু ঝলক শেয়ার করেছেন বিরাট। বিলাসবহুল সেই ভিলার অন্দর সজ্জা দেখে মন ভালো হয়েছে ভক্তদের৷ ভিডিয়োর নীচে বিরাট লিখেছেন, ‘‘ঠিক যেমনটা চেয়েছিলাম, বাড়িটি সেই ভাবেই তৈরি করা হয়েছে। পরিবারের সঙ্গে কবে এখানে এসে ছুটি কাটাব, সেই অপেক্ষায় আছি!’’

সাধারণত মুম্বই থেকে বোটে চেপে সেলেবরা এই গ্রামে ছুটি কাটাতে যান। এখান থেকে খুব কম সময়ের মধ্যে পুণেতেও পৌঁছে যাওয়া যায়।আলিবাগের মাত্রোলি গ্রামে চার একর জমি কেনা আছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও।  আইনজীবী মহেশ মাত্রে বলেন, “প্রকৃতির কোলে থাকার জন্য এটি একটি আদর্শ স্থান। তাছাড়া জেটি থেকে এই আবাসের দূরত্ব মাত্র পাঁচ মিনিট।”  সাদা ও সোনালি রঙের থিমে বিরাটের ভিলার অন্দরমহল সাজিয়ে তোলা হয়েছে। আসবাবপত্রেও রয়েছে সোনালি রঙের ছোঁয়া। আলোর সুনিপুন ব্যবহার বাড়ির ভোলটাই যেন বদলে দিয়েছে। হলুদ আলোতো ভিলার অন্দরসজ্জায় এসেছে রাজকীয় ভাব।