Aajbikel

গাঁটছড়া বাঁধলেন বিশ্বকাপ জয়ী ভারতের এই প্রাক্তন ক্রিকেটার, দেখে নিন বর-কনেকে

 | 
unmukta

 নয়াদিল্লি:  ক্রিকেট দুনিয়ায় সানাইয়ের সুর৷ সাত পাকে বাঁধা পড়লেন অনুর্ধ্ব ১৯ দলের প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চন্দ৷ ২১ নভেম্বর ক্রিড়া পুষ্টিবিদ সিমরন খোসলার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি৷ নিজের বিয়ের ছবি শেয়ার করেছেন উন্মুক্ত৷ 

আরও পড়ুন- ৪০ বছরের অপেক্ষার অবসান, মহামেডান তাঁবুতে ঢুকল কলকাতা লীগ

unmukt


সিমরনের সঙ্গে খেলাধুলোর দুনিয়ার সম্পর্ক বেশ গভীর৷ তিনি খেলোয়ারদের ফিট থাকার পথ দেখান৷ একটি ফিটনেস কোচিং সেন্টার রয়েছে দিল্লির তরুণী সিমরনের৷ তাঁর কোচিং সেন্টারের নাম ‘বাট লাইক অ্যান এপ্রিকট’৷ অনলাইনেও তিনি ফিট থাকার মন্ত্র দিয়ে থাকেন৷ বিশ্বের ৩৩টি দেশের ২ হাজারেরও বেশি মানুষ তাঁর দেখানো পথে চলে নিজেকে ফিট রেখেছেন৷ 

উন্মুক্ত


নেট দুনিয়ায়ও বেশ জনপ্রিয় সিমরান৷ ৭০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর৷ সুস্থ থাকার নানা ফর্মুলা ভিডিয়ো করে শেয়ার করে থাকেন সিমরান৷ সকলকে সুস্থ রাখার চেষ্টায় সদা ব্যস্ত তিনি৷ কাজের পাশাপাশি সিমরন ভালোবাসেন বিভিন্ন ধরনের সিনেমা দেখতে৷ বলিউডি গানে ঠুমকা লাগাতেওতিনি বেশ পটু৷ 

simran


এবার আসা যাক উন্মুক্তর কথায়৷ ২০১২ সালে ভারতের অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক তিনি৷ তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল ভারত৷ ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান৷ ২০১৫ পর্যন্ত অনুর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেন ছিলেন উন্মুক্ত৷ 

simran


আইপিএল-এর দুনিয়াতেও উন্মুক্ত একটি পরিচিত মুখ৷ ২০১৩ সালে তিনি দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলার ডাক পান৷ পরের বছরই তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস৷ তার পরের বছর, অর্থাৎ ২০১৫ সালে উন্মুক্ত চলে যান মুম্বই ইন্ডিয়ানসে৷ সেই বছরই আইপিএল-এর খেতাব ঝুলিতে পোড়ে মুম্বই ইন্ডিয়ানস৷ আইপিএল-এ ফর্মে থাকলেও এখনও পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ হয়নি উন্মুক্তর৷

unmukt

 
২০২১ সালে মাত্র ২৮ বছর বয়সে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন উন্মুক্ত চন্দ৷ পাড়ি দেন আমেরিকা৷ সেখানে মেজর ক্রিকেট লিগের সঙ্গে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হন৷ আপাতত সিলিকন ভ্যালি দলের অধিনায়ক উন্মুক্ত। তাঁর নেতৃত্বে লিগ জিতেছে দল৷ আগামী মরসুমের জন্য তাঁকে সই করিয়েছে মেলবোর্ন রেনেগেডস৷ তিন বছরের চুক্তি শেষে আমেরিকার হয়ে ক্রিকেট খেলার সুযোগ আসবে উন্মুক্তর কাছে। আপাতত সে দিকেই তাকিয়ে ভারতের এই প্রাক্তন ক্রিকেটার৷ 

উন্মুক্ত

Around The Web

Trending News

You May like