Aajbikel

৪০ বছরের অপেক্ষার অবসান, মহামেডান তাঁবুতে ঢুকল কলকাতা লীগ

 | 
Moha

কলকাতা: ১৯৮১ সালে শেষ বার কলকাতা লীগ জিতেছিল মহামেডান। তারপর থেকে কেটে গিয়েছে চল্লিশটা বছর। '৮২ সাল থেকে মোহনবাগান আর ইস্টবেঙ্গল ক্লাব যেন দায়িত্ব নিয়ে নিয়েছিল কলকাতা লীগের। কোনও বছর এ জেতে, তো কোনও বছর ও। তবে ৪০ বছর পর অবশেষে নিজেদের শাপমুক্তি ঘটাতে পেরেছে সাদা-কালো ব্রিগেড। অবশেষ তারা কলকাতা লীগ চ্যাম্পিয়ন। আজ যুবভারতীতে রেলওয়ে এফসি-কে হারিয়ে ইতিহাস গড়ল তারা। 

এই বছর গুলিতে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এখন আইএসএল নিয়ে মাতামাতি। কলকাতার অন্য বড় দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই লীগে খেলছে, তারা এবারে কলকাতা লীগে নাম দেয়নি। আর এই সুযোগটাই আরাম করে কাজে লাগিয়েছে মহামেডান। ১২ তম বার কলকাতা লীগের ট্রফিটা ক্লাব তাঁবুতে ঢুকিয়ে নিতে পেরেছে তারা। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় সাদা-কালো ব্রিগেড। দলকে এগিয়ে দেন মার্কাস। পরে আরও সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি মহামেডান। আবার দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা ফিরে এলেও রেলওয়ে এফসি গোলের মুখ খুলতে পারেনি। সবশেষে ১-০ গোলেই লীগ জিতল কলকাতার তৃতীয় বড় ক্লাব।

Around The Web

Trending News

You May like