সুনীলের জোড়া গোলেই চুরমার বাংলাদেশ, বিদেশের মাটিতে জয়ী ভারতীয় দল

সুনীলের জোড়া গোলেই চুরমার বাংলাদেশ, বিদেশের মাটিতে জয়ী ভারতীয় দল

নয়াদিল্লি: প্রায় ২০ বছর পর বিদেশের মাটিতে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল৷ সেই সঙ্গে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের৷ কঠিন লড়াইয়ের পরেও ভারত অধিনায়কের জোড়া গোলে ম্যাচের ফল ২-০৷ অনেকেই অধিনায়কের খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ এমনকী কাতারের বিরুদ্ধে ম্যাচের মাঝে কোচ ইগর স্টিম্যাচের নির্দেশে মাঠও ছাড়তে হয়েছিল তাঁকে৷ কিন্তু নিজের জাত আরও একবার চিনিয়ে দিয়েন সুনীল ছেত্রী৷ তাঁর পায়ের ভেল্কিতেই বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত৷ 

আরও পড়ুন- IPL হবে, অনিশ্চিত টি-২০ বিশ্বকাপ! ICC-র কাছে সময় চাইল BCCI

এই ম্যাচে শুধু বাংলাদেশের বিরুদ্ধে জয়ই নয়, লিওনেল মেসিকেও টপকে গিয়েছেন সুনীল৷ এই মুহূর্তে তাঁর ঝুলিতে ১১৭ ম্যাচে ৭৪টি গোল৷ যদিও এ বিষয়ে একেবারেই নির্লিপ্ত ভারত অধিনায়ক৷ তাঁর আত্মবিশ্বাসে ভর করেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই যুদ্ধজয়৷ বাংলাদেশের বিরুদ্ধে মোট চারটি গোল করেছেন তিনি৷ প্রথম গোলটি করেন ২০১৩ সালে কাঠমাণ্ডু সাফ চ্যাম্পিয়নশিপে৷ ওই ম্যাচে আতিকুর রহমানের গোলে ১-০ গোলে এগিয়েছিল বাংলাদেশ৷ ম্যাচের ঠিক শেষ পর্যায়ে দুরন্ত ফ্রি কিক করে ম্যাচ ড্র করে দিয়েছিলেন সুনীল৷ এর পর ২০১৪ সালে গোয়ায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচেও জয়ের কাণ্ডারী হয়ে উঠেছিলেন ভারত অধিনায়ক৷ ওই ম্যাচে বাংলাদেশ এগিয়ে থাকলেও সুনীলের গোলেই ম্যাচ ড্র করে ভারত৷ তার পর ২০২১৷ একেবারে জোড়া গোল৷ 

এদিন প্রথমে ৭৯ মিনিটে প্রথম গোলটি করেন ভারত অধিনায়ক৷ ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ফের ৯২ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন সুনীল৷ রিয়াদুল ও আনিসুরকে টপকে ভিতরে এগিয়ে আসেন এবং সহজেই দ্বিতীয় গোলটি করেন তিনি৷ আর এই গোলের সঙ্গেই তিনি টপকে গেলেন মেসিকে৷ এদিন জয়ের পর সুনীল বলেন, ‘‘বাংলাদেশ ভালো লড়াই করেছে৷ আমরা আরও বেশি গোলে জিততে পারতাম৷ দিনের শেষ ৩ পয়েন্ট পেয়েছি, এটাই শান্তির৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + seven =