IPL হবে, অনিশ্চিত টি-২০ বিশ্বকাপ! ICC-র কাছে সময় চাইল BCCI

IPL হবে, অনিশ্চিত টি-২০ বিশ্বকাপ! ICC-র কাছে সময় চাইল BCCI

4d41e7294f164ea484d6174b52e90da4

মুম্বই: আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও পরিস্থিতি দেখে বিশ্বকাপ আয়োজন নিয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে চায় ভারতীয় বোর্ড। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে অক্টোবরের মধ্যেই হবে বাকি আইপিএল ম্যাচ।  আইপিএল নিয়ে আলোচনা হলেও টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই৷ 

জানানো হয়েছে, ১ জুন আইসিসি-র বৈঠক রয়েছে। করোনা পরিস্থিতির মাত্রাতিরিক্ত সংক্রমণ এবং লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখে টি-২০ বিশ্বকাপ অক্টোবরে ভারতে আয়োজন করা যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে লাগবে আরও খানিকটা সময়। এমনকি ভারতীয় বোর্ডের বিশেষ অনুরোধের কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি আরও কিছুদিন অপেক্ষা করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতিতে টি-২০ বিশ্বকাপ ভারতের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হবে কি না সেই নিয়ে ১ জুনের বৈঠকেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

এপ্রিল মাসের মাঝে যেভাবে করোনার হার বেড়েছিল, সেই তুলনায় এখন সুস্থতার হার অনেকটাই বেড়েছে। গত ৪৪ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার জন। একাধিক রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা আগের থেকে অনেকটাই কমছে। বিহার উত্তরপ্রদেশে অবশ্য এখনও আক্রান্তের সংখ্যা কমানো যায়নি ঠিকই কিন্তু বাংলায় আগের থেকে একটু কমেছে করোনার হার। অন্যদিকে দিল্লিতে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। তাই সোমবার থেকেই শুরু হতে পারে আনলক পর্ব এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *