কলকাতা: দ্বিতীয় বার বিসিসিআই সভাপতি পদের জন্য কি আর লড়বেন না সৌরভ গঙ্গোপাধ্যায়? হিন্দি সংবাদপত্র ‘দৈনিক জাগরণ’-এর রিপোর্টে মিলল তেমনই ইঙ্গিত৷ সেখানে বলা হয়েছে, বিসিসিআইয়ের নয়া সভাপতি পদের জন্য উঠে আসছে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকার জয়ী দলের সদস্য রজার বিনির নাম।
আরও পড়ুন- ১১ জন মাঝমাঠের খেলোয়াড়, ৪ জন সামনে! ISL-র দল ঘোষণা ইস্টবেঙ্গলের
পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠকে বসেছিলেন বিসিসিআইয়ের শীর্ষ পদাধিকারীরা। সেখানে উপস্থিত ছিলেন মহারাজ৷ ছাড়াও ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্ল, কোষাধ্যক্ষ অরুণ ধূমল ও বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, দ্বিতীয় বারের জন্য সভাপতি নির্বাচনে আর লড়বেন না সৌরভ। উল্লেখ্য বিষয় হল, সচিব জয়কে নিয়ে গুঞ্জন থাকলেও সভাপতি হওয়ার লড়াইয়ে থাকছেন না তিনিও। বরং পুনরায় বোর্ড সচিব পদেই লড়বেন অমিত-পুত্র।
চলতি মাসের ১৮ তারিখ বোর্ডের নির্বাচন। ১২ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। ওই রিপোর্টে বলা হয়েছে, কর্নাটক রাজ্য ক্রীড়া সংস্থা তাদের প্রতিনিধি হিসাবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনির নাম পাঠাবে। নতুন সভাপতি নির্বাচনের দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলেই জানা যাচ্ছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>