কলকাতা: আগামী ৭ অক্টোবর, শুক্রবার কেরলের কোচিতে কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে প্রথম আইএসএল ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে ২৭ জনের দল ঘোষণা করল লাল হলুদ ব্রিগেড। দেখা গিয়েছে, এই দলে ১১ জন মিডফিল্ডার আছে, ফরোয়ার্ডে মাত্র ৪! তবে অনুরাগীদের অধিকাংশ তাদের প্রিয় দলের সদস্যদের নিয়ে যথেষ্ট আশাবাদী। শেষ ২ বছরের থেকে এবার দল ভালো খেলবে, এমন আশা তাদের সকলের।
আরও পড়ুন- ভারতের জার্সিতে আবেগে ঝুলন, শেষ ম্যাচকে স্মরনীয় করতে লর্ডসকে তুলে আনা হচ্ছে কলকাতায়
ইস্টবেঙ্গল যে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে তাতে গোলকিপার ৩ জন, পবন কুমার, কমলজিৎ সিংহ ও নবীন কুমার। রক্ষণের ভরসা দেবেন মহম্মদ রকিপ, ইভান গঞ্জালেস, সার্থক গোলুই, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, নবি হুসেন খান ও প্রীতম সিংহ। এদিকে মিডফিল্ডাররা হলেন, অমরজিৎ সিংহ কিয়াম, ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, তুহিন দাস, জর্ডন ও’ডোহার্টি, নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি ও হিমাংশু জাংড়া। আর গোল করার মূল দায়িত্ব যাদের তারা হলেন, এলিয়ান্দ্রো, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভিপি সুহের।
Here’s our 27-member squad for the upcoming #HeroISL! 🔴🟡
আসন্ন হিরো আইএসএল-এর জন্য দেখে নিন আমাদের ২৭ সদস্যের দল। ✊#JoyEastBengal #আমাগোমশাল pic.twitter.com/HaTFzPzk0f
— East Bengal FC (@eastbengal_fc) October 5, 2022
যদিও সমর্থকরা ভেবেছিল দলের রিসার্ভ টিম থেকে মূল স্কোয়াডে জায়গা করে নেবে অন্তত ২ জন প্লেয়ার, জেসিন টিকে এবং আতুল উন্নিকৃষ্ণন। কিন্তু তেমনটা হয়নি। তবে বেশিরভাগের কথায়, এই দল অনেক বেশি ব্যালান্সড। যদিও ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কিছুদিন আগেই যে মন্তব্য করেছেন তাতে সমর্থকরা একটু চাপেই আছে বৈকি। তাঁর কথা ছিল, একবারেই সব সম্ভব হবে এমনটা ভাবা ভুল। অন্য টিমের থেকে তাঁর টিম অন্তত ২ মাস পিছিয়ে আছে সেটা মানতে হবে। এখনই বেশি আশা করা ঠিক নয়। এই প্রেক্ষিতেই তাঁর বক্তব্য, ইস্টবেঙ্গল নকআউটে উঠলে সেটা একেবারেই অঘটন হবে।