হাসপাতাল থেকে এখনই ছুটি নয় সৌরভের, জিন পরীক্ষার রিপোর্ট দেখেই সিদ্ধান্ত

হাসপাতাল থেকে এখনই ছুটি নয় সৌরভের, জিন পরীক্ষার রিপোর্ট দেখেই সিদ্ধান্ত

কলকাতা:  করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ হাসপাতালে ভর্তি হওয়ার পর আর জ্বর আসেনি৷ স্বাভাবিক খাবারও খাচ্ছেন তিনি৷ কিন্তু এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মহারাজ৷ জিনোম সিকোয়েন্সের জন্য তাঁর নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে৷ তিনি ওমিক্রন আক্রান্ত কিনা তা দেখে নিতে চাইছেন চিকিৎসকরা৷ শুক্রবার বিকেলে আসবে তাঁর জিন পরীক্ষার রিপোর্ট৷ তার আগে হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাবেন না সৌরভ৷ 

আরও পড়ুন- স্থিতিশীল মহারাজ, খাচ্ছেন স্বাভাবিক খাবার, ‘সেরে উঠুন সৌরভ’ টুইট শুভেন্দুর

এদিকে বুধবারই সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করে দিয়েছে কলকাতা পুরসভা। জীবানু মুক্ত করা হয়েছে তাঁর বাড়ির আশেপাশের এলাকাও৷ তবে সৌরভ করোনা আক্রান্ত হলেও, স্ত্রী ডোনা ও মেয়ে সানার রিপোর্ট নেগেটিভ৷ কিন্তু কলকাতা পুরসভা কোনও ঝুঁকি নিতে চাননি৷ সৌরভের বাড়ি ও আশেপাশে সংক্রমণ রুখতে এই পদক্ষেপ৷ 

সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর৷ তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে কল্যাণীতে৷ প্রসঙ্গত, বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ৷ সেই সময় অ্যাঞ্জিওপ্লাস্টি করে বুকে স্টেন্টও বসানো হয়ছিল তাঁর৷ পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিয়েছিলেন৷ এর পর জানুয়ারি মাসেই ফের বুকে ব্যথা অনুভব করায় ফের হাসাপাতালে ভর্তি হন সৌরভ৷ দ্বিতীয়বার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি৷ এর পর ফের ফিরে যান কর্মজগতে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 13 =