স্থিতিশীল মহারাজ, খাচ্ছেন স্বাভাবিক খাবার, ‘সেরে উঠুন সৌরভ’ টুইট শুভেন্দুর

স্থিতিশীল মহারাজ, খাচ্ছেন স্বাভাবিক খাবার, ‘সেরে উঠুন সৌরভ’ টুইট শুভেন্দুর

কলকাতা:  করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ চিকিৎসকদের পর্ববেক্ষণে রাখা হয়েছে তাঁকে৷ হাসপাতাল সূত্রে খবর, আর জ্বর আসেনি মহারাজের৷ কাশিও নেই৷ তবে হালকা সর্দি রয়েছে৷ 

আরও পড়ুন- কোভিড আক্রান্ত সৌরভ! নেগেটিভ ডোনা-সানা

হাসপাতাল সূত্রে খবর, সর্দির জন্য মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে বিসিসিআই সভাপতিকে৷ কিন্তু কাশি না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হবে না। তিনি স্বাভাবিক ভাবেই খাবার খাচ্ছেন৷ সকলের সঙ্গে কথাও বলছেন। বুধবার দুপুরে সৌরভের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা৷ তাঁর জিনের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে৷ পাশাপাশি সোমবার রাত থেকেই করোনার জন্য চালু হয়েছে মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও ভারত-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টের দিকেও সর্বক্ষণ নজর রয়েছে সিবিসিআই সভাপতির৷ 

সৌরভের আরোগ্য কামনা করে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ টুইটে লিখেছেন, ‘‘বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোভিড আক্রান্ত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’’ গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ খোঁজ নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও৷ সৌরভের সঙ্গে যোগাযোগ করেছে মুখ্যমন্ত্রীর দফতরও৷ দ্রুত আরোগ্য কামনা করে মেসেজও পাঠিয়েছেন তিনি৷ 

প্রসঙ্গত, বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ৷ সেই সময় অ্যাঞ্জিওপ্লাস্টি করে বুকে স্টেন্টও বসানো হয়ছিল তাঁর৷ পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিয়েছিলেন৷ এর পর জানুয়ারি মাসেই ফের বুকে ব্যথা অনুভব করায় ফের হাসাপাতালে ভর্তি হন সৌরভ৷ দ্বিতীয়বার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি৷ এর পর ফের ফিরে যান কর্মজগতে৷  

সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার  রিপোর্টও পজেটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর৷ তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হবে কল্যাণীতে৷ রিপোর্ট আসতে তিনদিন সময় লাগবে৷ মহারাজ করোনা আক্রান্ত হলেও স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =