কলকাতা: ব্যাট হাতে ২২ গজে স্মৃতি মান্ধানার দাপট৷ তাঁর ঝোড়ো ইনিংসে ভর করেই ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে সমতায় ফিরল হরমনপ্রীত কউরের দল৷
আরও পড়ুন- বিশ্বকাপের পরেই কি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন কোহলি? বোর্ডের কর্তার মন্তব্যে জল্পনা তুঙ্গে
এই সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড৷ কিন্তু মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফেরে ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ স্মৃতির দুরন্ত পারফরম্যান্সে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড৷ ফ্রেয়া কেম্প ছাড়া তাঁদের কোনও ব্যাটারই সে ভাবে দাগ কাটতে পারেননি৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে ইংল্যান্ড। ফ্রেয়া কেম্প করেন ৫১ রান৷ মায়া বাউচিয়ার যোগ করেন ৩৪ রান৷ ভারতের হয়ে স্নেহ রানা ৩টি, রেণুকা সিং ও দীপ্তি শর্মা একটি করে উইকেট নেন৷
১৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় ভারত৷ শেফালি বর্মা ২০ রানে আউট হয়ে গেলেও ততক্ষণে পাওয়ারপ্লেতে ৫৫ রান করে ফেলেছিল ভারত। দ্বিতীয় উইকেট পড়ে ৭৭ রানে৷ ৯ রানে আউট হন দয়ালান হেমলতা। এর পর ওপেনার স্মৃতি মান্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কউরের যুগলবন্দিতে ১৬.৪ ওভারেই নিজেদের লক্ষ্য অর্জন করে নেয় ওমেন ইন ব্লু৷।
বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা ৫৩ বলে অপরাজিত ৭৯ রান করেন৷ তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার৷ অধিনায়ক হরমনপ্রীত কউর ২২ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন৷ আগামী ১৫ সেপ্টেম্বর ব্রিস্টলে দুই দলের মধ্যে সিরিজের নির্ধারক খেলা৷ এর পরই শুরু হবে দুই দেশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>