প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন সিংহরাজ

প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন সিংহরাজ

টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে  ফের সাফল্য ভারতের।  ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় ক্রিড়াবিদ সিংহরাজ আধানা। ফের পদক এল ভারতের ঝুলিতে৷ ফাইনালে ২১৬.৮ পয়েন্ট পেয়ে পদক ঝুলিতে ভরেন সিংহরাজ। সব মিলিয়ে ভারতের পদক দাঁড়াল ৮। ২টি সোনা, ৪টি রুপো এবং ২টি ব্রোঞ্জ।

আরও পড়ুন- হাঁটুতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে জাদেজা, চতুর্থ টেস্টে খেলতে পারেন অশ্বিন

একই ইভেন্টে হতাশ করেছেন মনীশ নারওয়াল। যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রথম হয়েছিলেন তিনি৷ তাঁকে নিয়ে আশা জেগেছিল দেশবাসীর মনে৷ কিন্তু ফাইনালে তিনি শেষ করেন সপ্তম স্থানে৷ তাঁর পয়েন্ট মাত্র ১৩৫.৮৷ কিন্তু যোগ্যতা নির্ণায়ক পর্বে ছয় নম্বরে থাকা সিংহরাজ ব্রোঞ্জ পদক এনে দিল ভারতকে৷ এই ইভেন্টে সোনা জেতেন চিনের চাও ইয়ং৷ আর রুপো জিতেছেন চিনেরই হুয়াং সেং। ফাইনালের শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন হিংসরাজ৷ এক হাতে বন্দুক ধরেই শুট করেন তিনি৷ এদিন প্রথম রাউন্ডে চিনি ৯৫ পয়েন্ট পান৷ তবে দ্বিতীয় ও তৃতীয় শটে ৯৭ মেরে ব্রোঞ্জ জিতে নেনে সিংহরাজ৷ 

আরও পড়ুন- Tokyo Paralympics 2021: দ্বিতীয় সোনা ভারতের, জ্যাভলিনে উজ্জ্বল সুমিত

সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে ছিল ভারতের কাছে সোনার দিন। একই দিনে দু’টি সোনা আসে ভারতের ঘরে। সকালে প্রথমে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে সোনা জেতেন অবনী লেখারা৷ বিকেলে জ্যাভলিনে এফসিক্সটিফোর বিভাগে সোনা জেতেন সুমিত আন্তিল। মঙ্গলবার এল ব্রোঞ্জ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =