Tokyo Paralympics 2021: দ্বিতীয় সোনা ভারতের, জ্যাভলিনে উজ্জ্বল সুমিত

Tokyo Paralympics 2021: দ্বিতীয় সোনা ভারতের, জ্যাভলিনে উজ্জ্বল সুমিত

টোকিয়ো: অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের নীরজ চোপড়া। এবার প্যারালিম্পিকে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল। এই নিয়ে দুটি সোনা জিতল ভারত। এফ ৬৪ বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন সুমিত। এই নিয়ে দ্বিতীয়বার প্যারালিম্পিক্সে সোনা জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। এফ সিক্সটিফোর ফাইনালে ৬৮.৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ডও করেন সুমিত। এদিন মোট তিনবার বিশ্ব রেকর্ড করেছেন সুমিত। প্রথম বারের থ্রোয়ে তিনি ৬৬.৯৫ মিটার কভার করেন, সেটি এমনিতেই রেকর্ড। দ্বিতীয় থ্রোতে কভার করেন আরও বেশি। তারপর পঞ্চম থ্রোয়ে তিনি ৬৮.৫৫ মিটার কভার করেন, এটাই প্যারালিম্পিকে সর্বকালের দীর্ঘতম থ্রো। উল্লেখ্য, দুটি সোনা সহ চারটি রুপো ও একটি ব্রোঞ্জ নিয়ে ভারতের ঝুলিতে এখন ৭টি পদক।

আরও পড়ুন: সমস্যায় ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান! বড় সিদ্ধান্ত নিল IFA

ভারতের হয়ে প্যারালিম্পিক্সে প্রথম পদক এনে দিয়েছিলেন ভাবিনাবেন প্যাটেল। মহিলা টেবিল টেনিসে পদক জেতেন তিনি৷ এর পর হাই জাম্পে রুপো জেতেন নিষাদ কুমার। এরপর আজ সকালেই ভারতকে প্রথম সোনা এনে দেন আভনি লেখারা, শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল স্ট্য়ান্ডিং এসএইচ ১ ইভেন্টে। তারপর এই জ্যাভলিনে আবার সোনা পেল ভারত। দীর্ঘ প্রায় ১০০ বছর পর অলিম্পিকে ট্র্যাক এন্ড ফিল্ডে (জ্যাভলিনে) ভারতকে সোনা এনে দেন নীরজ চোপড়া। এবার পারালিম্পিকেও সেই একই ঘটনা ঘটালেন সুমিত। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =