কলকাতা: টেনিস কোর্টকে আলবিদা জানানোর ইঙ্গিত সেরিনা উইলিয়ামসের। ‘ভোগ’ পত্রিকার সেপ্টেম্বর সংখ্যায় দেওয়া এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিয়েছেন এই টেনিস তারকা। সম্ভবত ইউএস ওপেনের আগেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি।
আরও পড়ুন- ঠাকুমার আত্মত্যাগেই ঐতিহাসিক সোনা জয়, বললেন কমনওয়েলথে ট্রিপল জাম্পের নায়ক এল্ডহোস
ওই সাক্ষাৎকারে সেরিনা বলেন, ‘‘এই সিদ্ধান্তটা আমার কাছে সবচেয়ে কঠিন৷ কারণ, আমি খেলা ছাড়তে চাই না। সেই সঙ্গে এটাও বলব যে আমি ভবিষ্যতের জন্য প্রস্তুত।’’ সেরিনার এই মন্তব্যের পরেই তাঁর অবসরের জল্পনা মাথাচাড়া দেয়৷ তবে কি সত্যিই এ বার টেনিস দুনিয়াকে বিদায় জানাতে চলেছেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন?
এই বছর উইম্বলডনে খেলে হয়নি তাঁর৷ চলতি মাসের শেষে ইউএস ওপেনেও তিনি নামতে পারবেন কি না, নিশ্চিত নয়। সেরিনা বলেন, ‘‘আমি উইম্বলডনের জন্য তৈরি ছিলাম না। ইউএস ওপেন খেলতে পারব কি না সেটাও জানি না। তবে চেষ্টা করব।’’
সেই সঙ্গে সেরিনা এও স্পষ্ট করেছেন, তিনি যেদিনই টেনিসকে বিদায় জানান না কেন, কোনও আড়ম্বর করবেন না৷ বরং বিদায় নিতে চান নীরবেই৷ এত দিন ধরে তাঁকে ভালবাসায় ভরিয়ে রাখার জন্য দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। সেরিনার কথায়, ‘‘সবার কাছে এত বছর ধরে যে ভালবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ এত এত সুন্দর জয়ের মুহূর্তে আপনারা আমার পাশে ছিলেন। ফেলে আসা সেই দিনগুলোর জন্য মন খারাপ করবে। আমার মধ্যে যে মেয়েটা টেনিস খেলত, সেই মেয়েটার অভাব বোধ করব।’’
উল্লেখ্য, পরের মাসেই ৪১ বছর বয়সে পা দেবেন এই কিংবদন্তি টেনিস তারকা। সেরিনা জানিয়েছেন, এইবারের ইউএস ওপেনের পরেই তিনি তাঁর পরিবারের প্রতি বেশ করে নজর দিতে চান। তাঁদেরকে আরও বেশি করে সময় দিতে চান৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>