রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছিলেন, বক্সিংয়ে সোনা জিতলেন সেই সুইটি

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছিলেন, বক্সিংয়ে সোনা জিতলেন সেই সুইটি

নয়াদিল্লি: ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়েছিলেন তিনি৷ শনিবার ভারতের ঘরে বক্সিংয়ে দ্বিতীয় সোনা নিয়ে এলেন সেই সুইটি বোরা। নীতু ঘাংঘাসের পর দ্বিতীয় সোনা জিতলেন তিনি৷ লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে চিনা প্রতিদ্বন্দ্বী ওয়াং লিনাকে হারালেন তিনি। শনিবার ফাইনালে উঠে সোনা জিতলেন দুই ভারতীয় বক্সারই৷ ভারতের সপ্তম বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পদক দিতলেন সুইটি।

আরও পড়ুন- বক্সিংয়ের বিশ্বমঞ্চে ফের বিশ্বজয়, ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা নীতুর

সাম্প্রতিক কালে বক্সিংয়ের রিং-এ সুইটির পারফরম্যান্স নজর কাড়া। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক জিতেছিলেন এই বক্সার। এ বার বিশ্বসেরা হলেন। এর আগেও দেশে-বিদেশে একাধিক পদক ঝুলিতে ভরেছেন হরিয়ানার মেয়ে৷

সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিলেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতে। রাজস্থানের দৌসাতে রাহুলের মিছিল পৌঁছনোর পরই স্বামী দীপক হুডাকে সঙ্গে নিয়ে সেই যাত্রায় পা মেলান সুইটি। সেই মিছিলে বক্সিংয়ের ঘুষি মারার কায়দায় ছবিও তুলেছিলেন দু’জনে।

সুইটির স্বামী দীপকও খেলাধুলার সঙ্গে যুক্ত। দীপক কবাডি খেলেন৷ গত বছরের জুলাই মাসে বিয়ে করেন তাঁরা। নিকটাত্মীয় এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে একহয় চারহাত৷