বক্সিংয়ের বিশ্বমঞ্চে ফের বিশ্বজয়, ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা নীতুর

বক্সিংয়ের বিশ্বমঞ্চে ফের বিশ্বজয়, ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা নীতুর

নয়াদিল্লি: বক্সিংয়ে ফের ভারতের বিশ্বজয়৷ মেরি কম, সরিতা দেবী, জেনি লালরেমলিয়ানি, লেখা চেট্টাদি, নিখাত জারিনের জুতোয় এবার পা গলালেন নীতু ঘাংঘাস। লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিযোগী লুৎসাইখান আলতানসেতসেগকে ৫-০ ব্যবধানে হারালেন ভারতের এই বক্সার। ৪৮ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক ছিনিয়ে নিলেন নীতু৷ 

আরও পড়ুন- সম্পত্তির খতিয়ানে চোখ কপালে ওঠে! জানেন কুস্তির রিংয়ে ‘নাটক’ করে কত উপার্জন করেন রক, ভিন্সরা?

৪৮ কেজি বিভাগে নীতুকে নিয়ে আশা ছিল ভারতের। অনেকেই বিশ্বাসী ছিলেন পদক আনবেন ২২-এর তরুণী৷ কিন্তু সেই পদকের রং যে সোনালি হবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তবে, নীতু ফাইনালে ওঠার পরই তাঁকে নিয়ে আশা বাড়ে ভারতীয় বক্সিং মহলের। নিরাশ করলেন না তিনিও। বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর থেকে দেশকে  প্রথম সোনা এনে দিলেন ভারতীয় মুষ্টি়যোদ্ধা।

ফাইনালে গোড়া থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন এই তরুণ বক্সার। দু’বার ব্রোঞ্জজয়ী  মঙ্গোলিয়ার বক্সার লুৎসাইখানকে কোনও সুযোগই দেননি নীতু। শুরু থেকেই তাঁর মুষ্টি আছড়ে পড়তে থাকে প্রতিপক্ষের উপর। দ্বিতীয় রাউন্ডে কিছুটা টক্কর দেন নীতুর মোঙ্গালিয়া প্রতিপক্ষ৷ তবে স্নায়ুযুদ্ধে সেখানেও ৩:২ ব্যবধানে জয় হাসিল করে নেন নীতু৷ তৃতীয় রাউন্ড জুড়ে ছিল শুধুই ভারতীয় বক্সারের দাপট৷ সেই সঙ্গে ভারতের ষষ্ঠ বক্সার হিসাবে (পুরুষ এবং মহিলা মিলিয়ে) বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু ঘাংঘাস। এর আগে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। তাঁর পদক জয়ে এই নিয়ে মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের ১১টি পদক এল ঝুলিতে। এর মধ্যে মেরি কম একাই ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ এবং ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন হন মেরি। এক বার করে পদক জিতেছেন সরিতা দেবী (২০০৬), জেনি লালরেমলিয়ানি(২০০৬), লেখা চেট্টাদি (২০০৬) এবং নিখাত জারিন (২০২২)।