করোনা পজিটিভ হলেও ওমিক্রন-নেগেটিভ সৌরভ, বর্ষশেষে ফিরছেন বেহালার বাড়িতে

করোনা পজিটিভ হলেও ওমিক্রন-নেগেটিভ সৌরভ, বর্ষশেষে ফিরছেন বেহালার বাড়িতে

কলকাতা: কলকাতা: নববর্ষের আগে বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক ভাবেই খাওয়া দাওয়া করছেন। ইতিমধ্যে তাঁর ওমিক্রন রিপোর্টও এসে গিয়েছে৷ মহারাজের ওমিক্রমন নেগেটিভ এসেছে৷  বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চলতে পারে বলেই জনিয়েছেন চিকিৎসকেরা। তাই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- হাসপাতাল থেকে এখনই ছুটি নয় সৌরভের, জিন পরীক্ষার রিপোর্ট দেখেই সিদ্ধান্ত

সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে৷ কিন্তু তিনি ওমিক্রন আক্রান্ত কিনা, তা জানতে  তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয় কল্যাণীতে৷ শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি৷ তাঁকে ছেড়ে দেওয়া হবে ববে ঠিক করেছেন চিকিৎসকরা৷ এতদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন মহারাজ৷ তাঁর জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছিল৷ 

বৃহস্পতিবার স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন সৌরভ৷ রাতে ঠিক মতো ঘুমও হয়েছে তাঁর। বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থার উন্নতিই হয়েছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন,  পুরোপুরি সুস্থ হওয়া অবধি বাড়িতে কোভিড বিধিনিষেধ মেনে নিভৃতবাসে থাকতে পারেন সৌরভ৷ 

 এদিকে বুধবারই সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করে দিয়েছে কলকাতা পুরসভা। জীবানু মুক্ত করা হয়েছে তাঁর বাড়ির আশেপাশের এলাকাও৷ তবে সৌরভ করোনা আক্রান্ত হলেও, স্ত্রী ডোনা ও মেয়ে সানার রিপোর্ট নেগেটিভ৷ কিন্তু কলকাতা পুরসভা কোনও ঝুঁকি নিতে চাননি৷ সৌরভের বাড়ি ও আশেপাশে সংক্রমণ রুখতে এই পদক্ষেপ৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + two =