নয়াদিল্লি: এবছরেই শেষ৷ আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিতে চলেছেন সানিয়া মির্জা৷ অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে প্রথম রাউন্ডে বিদায়ের পরেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সানিয়া৷ অর্থাৎ এই সিজনেই আন্তর্জাতিক টেনিস মঞ্চে শেষ দেখা যাবে হায়দরাবাদী টেনিস তারকাকে৷ তবে এর মধ্যে যত বেশি সম্ভব খেলতে চান তিনি৷
আরও পড়ুন- ‘দলের প্রতি অসৎ হতে পারব না’, টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন কোহলি
নাদিয়া কিচেনককে সঙ্গে নিয়ে অস্ট্রেলীয় ওপেনে মহিলাদের ডাবলসে নেমেছিলেন সানিয়া। কিন্তু কাজা জুভান এবং তামারা জিদানসেক জুটির কাছে প্রথম রাউন্ডেই পরাজিত হন তাঁরা৷ আর এর পরেই জানিয়ে দেন অবসর নেওয়ার সিদ্ধান্ত৷
ক্রমাগত চোট আঘাতই অবসরের অন্যতম কারণ বলে জানিয়েছেন সানিয়া৷ তাছাড়া তাঁর বয়সও বাড়ছে৷ সানিয়ার বয়স এখন ৩৫৷ যার জেরে চোট সারতেও অনেক বেশি সময় লেগে যাচ্ছে৷ এছাড়াও ৩ বছরের একটি সন্তানও রয়েছে তাঁর৷ সানিয়া জানিয়েছেন, কোভিড পরবর্তী সময়ে ৩ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে সফর করাটাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷ প্রসঙ্গত, সানিয়া এখন হায়দরাবাদে থাকেন না৷ স্বামী সোয়েব মালিকের সঙ্গে থাকেন দুবাইয়ে৷ সেখানে ছেলেকে রেখে সফর করাটা তাঁর পক্ষে সমস্যা৷ ছেলেকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে৷ প্র্যাকটিসেও সে ভাবে সময় দিতে পারছিলেন না৷ যার প্রভাব পড়ছিল টেনিস কোটে৷ সে ভাবে পারফর্ম করতে পারছিলেন না সানিয়া৷
তবে ভারতীয় মহিলা টেনিসে সর্বকালের সেরা খেলোয়ার সানিয়া মির্জা৷ ভারতীয় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির রয়েছে তাঁর৷ শেষ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০১৬-র অস্ট্রেলিয়ান ওপেনে, মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে। তিনবার গ্ল্যান্ড স্ল্যাম মিক্স ডবস জিতেছেন৷ ডাবলস এবং মিক্সড ডাবলসে মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর। অলিম্পিক্সে সেমিফাইনাল খেলেছেন৷ এশিয়ান গেমসে দু’বার স্বর্ণপদক জয়ী সানিয়ার পদক রয়েছে এশিয়ান গেমসেও৷ শেষ পদক এসেছে ২০২১ সালের অস্ত্রাভা ওপেনে। তবে কোভিড পরবর্তী সময়ে তাঁর ব়্যাঙ্ক অনেকটাই পিছিয়ে গিয়েছে৷ ২০১৮ সালে মাতৃত্বকালীন বিরতি নিয়েছিলেন৷ তার পর কোভিড পরিস্থিতি তাঁর কোর্টে ফেরার সম্ভাবনা আরও ক্ষিণ করে দেয়৷ এবার সানিয়া জানিয়ে দিলেন বছর শেষে ইউএস ওপেন খেলেই আলবিদা জানাবেন আন্তর্জাতিক টেনিসকে৷