Aajbikel

তিন বছর পর সেঞ্চুরি করলেন 'হিটম্যান', ODI-তে টপকালের পন্টিংকে

 | 
rohit

ইন্দোর: ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন না এমনটা নয়, কিন্তু তিন অঙ্কের রান আসছিল না বহুদিন। বিরাট কোহলির মতোই যেন সেঞ্চুরির খরা হয়েছিল রোহিত শর্মার। তবে অবশেষে সেই খরা কাটল। দীর্ঘ ৩ বছর পর আবার এক দিনের ক্রিকেটে সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ক্রিকেটের 'হিটম্যান'। আর এই সেঞ্চুরিতেই তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে।

আরও পড়ুন- তোড়জোড় শুরু বায়োপিক নিয়ে? মুম্বই গেলেন 'দাদা'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিনের ম্যাচে ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। মাঝে একাধিক অর্ধশতরান এলেও শতরান আসছিল না। আজ তিন বছর পর এক দিনের ক্রিকেটে আবার শতরান এল রোহিতের ব্যাটে। রোহিত শেষ শতরান করেছিলেন ২০২০-র জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার এই শতরান করে রিকি পন্টিংয়ের মতোই এক দিনের ক্রিকেটে সমসংখ্যায় চলে এলেন রোহিত। তবে ভারতের অধিনায়ক অনেক কম ম্যাচে এই কীর্তি গড়েছেন। তাই তিনি উঠে এলেন তৃতীয় স্থানে।

এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের ৩০টি শতরান করতে লেগেছিল ৩৭৫ টি ম্যাচ। রোহিত ২৪১ টি ম্যাচেই সেই রেকর্ড করলেন। এখন তাঁর সামনে শুধু শচিন তেন্ডুলকর। তাঁর ৪৯ টি শতরান রয়েছে। তার পরেই আছেন বিরাট কোহলি, তাঁর ৪৬ টি শতরান।

Around The Web

Trending News

You May like