‘ঋতিকা আপনা কুত্তা সামাল’, হোলির পোস্টে হিন্দুত্ববাদীদের রোষানলে রোহিত শর্মা

‘ঋতিকা আপনা কুত্তা সামাল’, হোলির পোস্টে হিন্দুত্ববাদীদের রোষানলে রোহিত শর্মা

5f296bb738f907aeb17d6cc9fca79c18

নয়াদিল্লি: হোলিতে মাতোয়ারা গোটা দেশ৷ হোলির রঙে যেমন মেতেছেন বলিপাড়ার কুশীলবরা, তেমনই রঙিন হয়েছেন রাজনীতিবিদ ও ময়দানের তারকারাও। সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলিরা৷ কিন্তু, শুভেচ্ছা জানাতে গিয়েই চূড়ান্ত ট্রোলের মুখে পড়লেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কট্টর হিন্দুত্ববাদীদের একাংশ। 

আরও পড়ুন- চলতি বিশ্বকাপে আরও একটি রেকর্ড ঝুলনের! সকলের ধরাছোঁয়ার বাইরে

কী এমন বললেন ভারতের এই তারকা ক্রিকেটার? আসলে এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মজার ভিডিও পোস্ট করেন ভারতীয় দলের হিটম্যান।  মজার ছলে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দেন তিনি৷ সেই সময় পাশে ছিলেন স্ত্রী ঋতিকাও৷ তিনিই পাশ থেকে বলে দেন কী ভাবে শুভেচ্ছা জানাতে হবে৷ ভিডিয়োটি নিয়ে কারও কোনও আপত্তি না থাকলেও, ক্যাপশন দেখে চটেছেন কট্টরবাদী হিন্দুদের একাংশ৷ ওই ভিডিয়োর নীচে রোহিত ক্যাপশনে লেখেন, “সকলকে হোলির শুভেচ্ছা জানাই। সকলে আনন্দ করুন। কিন্তু, আমাদের পোষ্য বন্ধুদের কথা মনে রাখবেন। ওদের গায়ে কেউ রং দেবেন না।” এই ক্যাপশন পড়েই চটে লাল নেটিজেনদের একাংশ।

রোহিতকে একহাত নিয়ে নেটিজেনরা লিখেছেন, ‘‘যিনি খেলার মাঝে গোমাংস খান, তাঁর মুখে সারমেয়দের নিয়ে এই দুশ্চিন্তা মানায় না৷ এর পরেই বাগবিতন্ডায় সরগরম হয়ে ওঠে টুইটার। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, “গোমাংস, মুরগি খেয়ে সারমেয়দের নিয়ে জ্ঞান দিচ্ছেন।” কেউ আবার  রোহিতকে ‘নির্লজ্জ’ বলেও তোপ দাগেন৷ কেউ আবার সব সীমা ছাড়িয়ে ঋতিকার উদ্দেশে বার্তা দেন৷ এর পরেই মাইক্রো ব্লগিং সাইটে ট্রেন্ডিং হয়ে যায়, হ্যাশট্যাগ “ঋতিকা আপনা কুত্তা সামাল (#RitikaApnaKuttaSambhal)।”