কলকাতা: চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ইতিমধ্যেই অনন্য নজির গড়ে ফেলেছেন বাংলার ঝুলন গোস্বামী। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনিই। বিশ্বের এক নম্বর। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ব রেকর্ড করেন ঝুলন। তবে এটি ছাড়া আরও একটি রেকর্ড এদিন করলেন ‘চাকদহ এক্সপ্রেস’। এক দিনের ক্রিকেটে ২৫০ উইকেটের মালকিন হয়েছেন ঝুলন। বিশ্বে তিনিই এক মাত্র বোলার যাঁর এক দিনের ক্রিকেটে ২০০-র বেশি উইকেট রয়েছে। বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও এই রেকর্ড কিছুটা তৃপ্তি দেবে ভারতকে।
আরও পড়ুন: এক নম্বর ‘চাকদহ এক্সপ্রেস’, ভারতের জয়ের দিনই বিশ্বরেকর্ড ঝুলনের
১৯৯ ম্যাচে ২৫০ উইকেট নিয়ে বিশ্ব মঞ্চে নজির গড়েছেন বাংলার ঝুলন। তাঁর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক। তাঁর উইকেটের সংখ্যা ১৮০। তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদ। তিনিও ১৮০ উইকেট পেয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শবনম ইসমাইল। তাঁর সংগ্রহ ১৬৮ উইকেট। এখন ৩৯ বছর বয়সী বাঙালি কন্যা সবার ওপরে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে এতদিন শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোন। তিনি ১৯৮২ ও ১৯৮৮ সালে দু’টি বিশ্বকাপের ২০ টি ম্যাচে ৩৯ টি উইকেট নিয়েছিলেন। ঝুলন ২০০৫ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫ টি বিশ্বকাপের ৩১ নম্বর ম্যাচে ৪০ উইকেট নিয়ে এই রেকর্ড ভাঙেন।