ফাইনালে হেরে আত্মঘাতী ‘দঙ্গল গার্লদের’ বোন! শোকস্তব্ধ ক্রীড়ামহল

ফাইনালে হেরে আত্মঘাতী ‘দঙ্গল গার্লদের’ বোন! শোকস্তব্ধ ক্রীড়ামহল

নয়াদিল্লি: আমির খান অভিনীত ছবি ‘দঙ্গল’-এর গীতা, ববিতাকে নিশ্চয়ই মনে আছে? বাস্তব জীবনে তাদের কৃতিত্বের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আলাদাভাবে বলতে হয় না তাদের কুস্তিগীর বাবার কথাও। সেই ফোগাট পরিবারের মেয়ে, গীতা এবং ববিতার বোন রিতিকা আত্মঘাতী হলেন! তাও কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে গিয়ে। এই খবর সামনে আসার পরেই শোকের ছায়া ভারতের ক্রীড়ামহলে।

জানা গিয়েছে, ১৪ মার্চ কুস্তি প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল। সেই খেলায় মাত্র এক পয়েন্টের জন্য হেরে যান রিতিকা। তারপরেই তিনি আত্মহত্যা করেন বলে খবর। প্রাথমিকভাবে অনুমান, ফাইনালে হেরে গিয়ে মানসিকভাবে খুব আঘাত পেয়েছিলেন তিনি। তার ফলেই এই ভাবে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রিতিকা। ঐদিন রাজ্য স্তরের সাব জুনিয়রদের খেলা ছিল রাজস্থানের ভরতপুর স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতার ফাইনালে হেরে যাবেন এটা কোনোভাবেই কল্পনা করেননি রিতিকা। সেই খেলা দেখতে গিয়েছিলেন গীতা এবং ববিতার বাবা তথা রিতিকার প্রশিক্ষক দ্রোনাচার্য পুরস্কার প্রাপ্ত মহাবীর সিংহ ফোগাটও। তিনিও এই ঘটনায় চরম হতাশ হয়েছেন। 

আরও পড়ুন-  গেরুয়া চক্রবুহ্যে দেশের রাজনীতি? শেষ ৪ বছরে রেকর্ড MP-MLA যোগদান!

ছবির মাধ্যমে ফোগাট পরিবারের কাহিনী দেখেছে গোটা ভারত সহ বিশ্ব। সেই পরিবারের মেয়ে এত সহজে ভেঙে পড়বেন তা হয়তো স্বপ্নেও কেউ ভাবেননি। মাত্র ১৭ বছর বয়সি এই কুস্তিগির স্বক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। মহাবীর ফোগট অ্যাকাডেমির সদস্য ছিল রীতিকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =