নয়াদিল্লি: ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। দিল্লি থেকে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় তিনি বিরাট আহত হন। একেবারে যেন মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন তিনি। কিন্তু ক্রিকেট মাঠে তাঁর নামা নিয়ে সংশয় বর্তমান। গাড়ি দুর্ঘটনার ১৭ দিন পর প্রথম প্রতিক্রিয়া এসেছিল তাঁর তরফে। টুইট করে নিজের অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন তিনি। এবার তাঁর ছবি প্রকাশ্যে এল। ফের হাঁটতে শুরু করলেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার।
আরও পড়ুন- ভাষণ দেওয়ার সময় শুনতে হল ‘আদানি…আদানি’! সংসদে কী বললেন প্রধানমন্ত্রী
শুক্রবার সন্ধ্যায় টুইটারে দুটি ছবি পোস্ট করেন পন্থ। ওই দুটি ছবিতে তাঁকে ক্লাচ হাতে হাঁটতে দেখা গিয়েছে। ওই ছবি দিয়ে পন্থ লিখেছেন, ”এক পা সামনের দিকে, আরও একটা শক্তিশালী পদক্ষেপ এবং আরও একটা ভালো পদক্ষেপ।” অর্থাৎ তিনি যে সুস্থ হয়ে ওঠার পুরো চেষ্টা করছেন তা ব্যক্ত করেছেন। কিন্তু পুরোপুরি সেরে উঠতে যে এখনও অনেক সময়ই লেগে যাবে তা স্পষ্ট কারণ ঋষভের হাঁটা দেখেই তা বোঝা যায়। ছবিতে দেখা গিয়েছে, ডানপায়ের হাঁটু থেকে পায়ের পাতার কিছুটা ওপর পর্যন্ত ব্যান্ডেজ আছে তাঁর।
One step forward
One step stronger
One step better pic.twitter.com/uMiIfd7ap5— Rishabh Pant (@RishabhPant17) February 10, 2023
আগেই জানা গিয়েছে, ভারতীয় তারকার সুস্থ হতে ৬ মাস নয়, অন্তত ৮ থেকে ৯ মাস সময় লেগে যাবে। অর্থাৎ এমন যদি হয় তাহলে তিনি নিশ্চিতভাবে সেপ্টেম্বরে এশিয়া কাপ ও নভেম্বরে দেশের মাটিতে আয়োজিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে কোনও ভাবেই অংশ নিতে পারবেন না। এক কথায়, চলতি বছর তাঁর ক্রিকেট মাঠে নামা অতি বড় আশ্চর্যের বিষয় হবে।