ভাষণ দেওয়ার সময় শুনতে হল 'আদানি...আদানি'! সংসদে কী বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের ওপর লোকসভায় বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যে ১ ঘণ্টা ১৫ মিনিট তিনি ভাষণ দিয়েছেন সেই সময়ের মধ্যে তাঁকে বারংবার শুনতে হয়েছে 'আদানি, আদানি' স্বর। অর্থাৎ বিরোধী বেঞ্চ থেকে বারবার তাঁকে শিল্পপতি গৌতম আদানি বা আদানি গোষ্ঠীর বর্তমান অবস্থা নিয়ে বলতে বলা হচ্ছিল। কিন্তু তা শুনে কি আদৌ কোনও প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এক কথায়, না।
আরও পড়ুন: রাকেশ সিংকে নিরাপত্তা দেবে ওয়াটগঞ্জ থানা, নির্দেশ হাইকোর্টের
এদিন তিনি একদিকে যেমন কংগ্রেসকে তোপ দাগেন, অন্যদিকে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে সকলকে অবগত করেন। কিন্তু ‘আদানি’ শব্দটি এক বারের জন্যও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী। বরং দুর্নীতি নিয়ে তাঁর নিশানায় ছিল কংগ্রেস। মোদী বলেন, এতদিন দুর্নীতি থেকে মুক্তি খুঁজছিল দেশ। তবে আজ ভারত বড় বড় দুর্নীতি থেকে মুক্ত। দু’ তিন দশক ধরে ভারতে অস্থিরতা বজায় ছিল। কিন্তু বর্তমানে দেশে একটি স্থিতিশীল সরকার আছে। আর এই সরকার সংস্কারের পক্ষে। বিরোধীদের থেকে যতই 'আদানি, আদানি' আওয়াজ উঠুক না কেন, নিজের মন্তব্যে অনড় ছিলেন দেশের প্রধানমন্ত্রী।
মঙ্গলবারই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির একটি ছবি দেখান সংসদে। প্রশ্ন তোলেন দুজনের সম্পর্ক নিয়ে। যা নিয়ে উত্তেজনা ছড়ায় সেখানে। যদিও আদানি বিতর্কে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট। তারা জানিয়েছে, ‘নিয়ামক সংস্থা’ এই বিষয়ে দেখবে, এখানে তাঁদের কোনও ভূমিকা নেই। এমনকি বিজেপির তরফ থেকেও একই কথা বলা হয়েছে।