বিংজিয়ায়োকে স্ট্রেট গেমে হারিয়ে ওমেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জয় সিন্ধুর

বিংজিয়ায়োকে স্ট্রেট গেমে হারিয়ে ওমেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জয় সিন্ধুর

 

টোকিও: রিও অলিম্পিক্সে পিভি সিন্ধুর হাত ধরে দ্বিতীয় পদক এল ভারতে৷ ব্যাডমিন্টনে ওমেন সিঙ্গেলসে চিনের হি বিংজিয়ায়োকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন সিন্ধু৷ খেলার ফল ২১-১৩, ২১-১৫৷ সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে সিদ্ধুর ঝুলিতে এল অলিম্পিক্সে দ্বিতীয় পদক৷ 

আরও পড়ুন- মন ভেঙে গেল ভারতের, অলিম্পিক থেকে বিদায় নিলেন মেরি

রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন ভারতীয় শাটলার৷ কিন্তু টোকিও অলিম্পিক্সে সোনা বা রুপো জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল৷ তবে ব্রোঞ্জ জেতার সুযোগ হাত ছাড়া করতে নারাজ সিন্ধু দাঁড়াতেই দিলেন না প্রতিপক্ষকে৷ শনিবারের ভুল থেকে শিক্ষা নিয়েই এদিন ব়্যাকেট হাতে নেমেছিলেন পিভি সিন্ধু৷ প্রথম থেকেই দাপট বজায় রেখেছিলেন তিনি৷ সিন্ধুর বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না চিনের বিংজিয়ায়োর৷ প্রথম গেমে সহজেই জয় হয় তাঁর৷ দ্বিতীয় গেমও শুরু করেন পয়েন্ট নিয়ে৷ 

রিয়োতে রুপো জেতার পর সিন্ধুর টার্গেট ছিল সোনা৷ কিন্তু বিশ্বের এক নম্ব শাটলার চাইনিজ তাইপেইয়ের তাই জু-ইংয়ের কাছে পরাজিত হন তিনি৷ সোনা বা রুপো না হলেও দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন সিন্ধু৷ তাঁর প্রতিপক্ষ বিংজিয়ায়ো টুর্নামেন্টে অষ্টম বাছাইয়ের মর্যাদা পেয়েছেন৷ ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৫৩ মিনিটের লড়াইয়ে বিংজিয়ায়োকে ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে পরাজিত করে পদক জিতে নেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু৷ 

টোকিও অলিম্পিক্সে ভারোত্তোলনে প্রথম পদক এনে দেন মীরাবাই চানু৷ রুপো জেতেন তিনি৷ এর পর ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক পেলেন সিন্ধু৷ আরও একটি পদক আসতে চলেছে ভারতে৷ বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন লভলিনা বড়গোহাঁই৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =