মন ভেঙে গেল ভারতের, অলিম্পিক থেকে বিদায় নিলেন মেরি

মন ভেঙে গেল ভারতের, অলিম্পিক থেকে বিদায় নিলেন মেরি

টোকিও: অনেক প্রত্যাশা ছিল ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমকে নিয়ে। আত্মবিশ্বাস এবং দেশবাসীর আশা কাঁধে করে নিয়ে আয টোকিও অলিম্পিকে নেমেছিলেন ভারতীয় এই বক্সার। তবে রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সারের কাছে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন তিনি। সঙ্গে সঙ্গে বিদায় নিলেও ভারতের আশাও।

এদিন মহিলাদের (৪৮-৫১ কেজি) বিভাগে কলম্বিয়ার ইনগ্রিট লরেনা ৩-২ ব্যবধানে হারিয়ে দিলেন কিংবদন্তি মেরিকে। ম্যাচের স্কোর ৩০-২৭, ২৯-২৮, ২৭-৩০, ২৯-২৮, ২৮-২৯। প্রথম রাউন্ডে ইংগ্রিট জেতেন। দ্বিতীয় রাউন্ড তাঁর থেকে ছিনিয়ে নেন মেরি। কিন্তু শেষমেষ পরাজয় স্বীকার করতে হল ভারতের ‘ম্যাগনিফিসেন্ট মেরি’কে। সবথেকে দুঃখের ব্যাপার, এটাই হয়ত মেরি কমের শেষ অলিম্পিক। 

প্রসঙ্গত, লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ানশিপে আটবার পদক জিতেছেন তার মধ্যে ছয়বার সোনা! এই রেকর্ড আর কারোর নেই। এর পাশাপাশি, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। একই সঙ্গে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, রাজীব গান্ধী খেল রত্ন সম্মানে সম্মানিত হয়েছেন মেরি কম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =