কালো ঘুঁটিতে ৩৯ চালেই কুপোকাত কার্লসেনকে! বিশ্বচ্যাম্পিয়নরে হারিয়ে চমক ১৬-র প্রজ্ঞানন্দের

কালো ঘুঁটিতে ৩৯ চালেই কুপোকাত কার্লসেনকে! বিশ্বচ্যাম্পিয়নরে হারিয়ে চমক ১৬-র প্রজ্ঞানন্দের

a746ea3f32ec63d3ac94390cb8a69f48

কলকাতা: বিশ্বের এক নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ইতিহাস লিখলেন তামিলনাড়ুর ১৬ বছরের গ্র্যান্ডমাস্টার৷ অনলাইন ব়্যাপিড চেসের এয়ারথিসিং মাস্টার্স টুর্নামেন্টে বাজিমাত রমেশবাবু প্রজ্ঞানন্দের৷ কালো ঘুঁটি নিয়ে খেলে ৩৯ চালে বাজিমাত করেন তামিলনাড়ুর গ্র্যান্ডমাস্টার৷ সেই সঙ্গে তৃতীয় ভারতীয় হিসাবে কার্লসেনকে হারানোর কৃতিত্ব অর্জন করে নেন তিনি৷  

আরও পড়ুন- ব্রেকিং: চলে গেলেন সুরজিৎ সেনগুপ্ত, হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন

উল্লেখ্য এর আগে ম্যাগনস কার্লসেনকে পরাজিত করেছিলেন দুই ভারতীয় দাবারু বিশ্বনাথন আনন্দ এবং পি হরিকৃষ্ণ৷ তৃতীয় ভারতীয় হিসাবে কার্লসেনকে হারালেন ১৬ বছরের আর প্রজ্ঞানন্দ৷ উল্লেখ্য বিষয় হয় আনন্দ এবং হরিকৃষ্ণ কেউই এত কম বয়সে বিশ্বের এক নম্বর দাবারু কার্লসেনকে হারানোর কৃতিত্ব অর্জন করেননি৷ ১৬ বছর বয়সে কার্লসেনকে হারানো একেবারেই সহজ বিষয় নয়৷ এই জয় বিশাল কৃতিত্বের৷ আর প্রজ্ঞানন্দের চালে ভারতের দাবা মহলে এক ঐতিহাসিক অধ্যায় রচিত হল৷ 

প্রজ্ঞানন্দের দাবার সফর বেশ দীর্ঘ৷ ২০১৩ সালে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৮ খেতাব জিতেছিলেন চেন্নাইয়ের এই দাবারু৷ মাত্র ৭ বছর বয়সে FIDE মাস্টার খেতাব জয় করেন তিনি৷ চার বছর আগে ২০১৮ সালে মাত্র ১২ বছর বয়সে দেশের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হন আর প্রজ্ঞানন্দ৷ তার আগে ২০১৫ সালে অনুর্ধ্ব ১০ বিশ্ব দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন চেন্নাইয়ের ছেলে৷ ধারাবাহিক ভাবে অসাধারণ পারফরম্যান্স করে আসছেন তিনি৷ তবে তাঁর আজকের পারফরম্যান্স ছিল চমকে দেওয়ার মতো৷ 

এদিকে, প্রজ্ঞানন্দের কাছে হেরে টানা তিনটি ম্যাচ জেতা হল না কার্লসেনের। অষ্টম রাউন্ডের পর ৮ পয়েন্ট সংগ্রহ করে বারোতম স্থানটি দখল করেন প্রজ্ঞানন্দ। বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর আগে লেভ অ্যারোনিয়ানকেও পরাজিত করেন ভারতের ১৬ বছরের এই দাবারু৷ লেভ অ্যারোনিয়ানের বিরুদ্ধে একটি ম্যাচে জয়লাভ করলেও ২ টো ম্যাচ ড্র আর ৪ টে ম্যাচ হারতে হয় তাঁকে৷ অনীশ গিরি, কুয়াং লিয়েমের সঙ্গে ম্যাচ ড্র করেন প্রজ্ঞানন্দ। তবে এরিক হেনসেন, ডিং লিরেন, জাঁ-ক্রিজতফ দুদা আর শাখরিয়ার মামেদিয়ারোভের কাছে হারতে হয় তাঁকে৷ 

২০২১ সালের এপ্রিল মাসে পোলগার চ্যালেঞ্জ জিতেছিলেন প্রজ্ঞানন্দ। এটা জুলিয়ার বেয়ার চ্যালেঞ্জার্স চেস ট্যুরের একটি অংশ ছিল। চলতি বছর টাটা স্টিল চেস টুর্নামেন্টের মাস্টার সেকশনে অংশগ্রহণ করে আন্দ্রে এসিপেনকো, ভিদিত গুজরাটি এবং নিলস গ্রান্ডেলিয়াসের বিরুদ্ধে জয়লাভ করেন প্রজ্ঞানন্দ। ৫.৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে শেষ করেছিলেন এই দাবারু।