কলকাতা: অপ্রতিরোধ্য প্রজ্ঞানন্দ৷ ফের বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করলেন ভারতের এই খুদে দাবাড়ু৷ প্রজ্ঞা-কার্লসেনের ম্যাচের গোড়া থেকেই ছিল টানটান উত্তেজনা৷ শেষ মুহূর্তে কার্লসেনের করা একটি ভুল দারুণ সুযোগ এনে দেয় প্রজ্ঞার সামনে৷ সুযোগের সদ্ব্যাবহার করেন সে৷ অনলাইন ব়্যাপিড দাবা প্রতিযোগিতা চেজেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে কার্লসেনকে পরাজিত করে প্রজ্ঞানন্দ। সেই সঙ্গে জিইয়ে রাখল নকআউটে ওঠার সম্ভাবনা৷
আরও পড়ুন- দাম ৪০ কোটি! ‘দাদা’র নতুন বাড়ি দেখেছেন?
এদিন কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু। শুরু থেকে সমানে সমানে টক্কর দিলেও ৪০তম চালে একটি বড় ভুল করেন বসেন কার্লসেন। সেই ভুলের সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়ে কিস্তিমাত করে প্রজ্ঞানন্দ। এই মুহূর্তে ১২ পয়েন্ট রয়েছে তার ঝুলিতে। অন্যদিকে, প্রজ্ঞার কাছে হেরেও দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন। তাঁর নকআউটে ওঠা কার্যত পাকা। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার অভিমন্যু মিশ্রও।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে এয়ারথিংস মাস্টার্সে প্রথম বার কার্লসেনকে হারিয়েছিল চেন্নাইয়ের এই খুদে দাবাড়ু প্রজ্ঞানন্দ। সে বার কালো ঘুঁটি নিয়ে ময়দানে নেমেছিল সে। মাত্র ১৯ ম্যাচে বিশ্বের এক নম্বরকে হারিয়েছিল প্রজ্ঞা। কার্লসেনকে পরাজিত করার পর প্রজ্ঞানন্দ বলেছিল, “ঘুম থেকে ওঠার পরে সব ভুলে নতুন করে শুরু করব।” কথা রেখেছে সে৷ আরও একবার বিশ্বের পয়লা নম্বরকে হারিয়ে নজর কেড়ে নিয়েছে ১৬ বছরের এই দাবাড়ু৷
প্রসঙ্গত, এর আগে ম্যাগনস কার্লসেনকে পরাজিত করেছিলেন দুই ভারতীয় দাবারু বিশ্বনাথন আনন্দ এবং পি হরিকৃষ্ণ৷ তৃতীয় ভারতীয় হিসাবে কার্লসেনকে হারান ১৬ বছরের আর প্রজ্ঞানন্দ৷ উল্লেখ্য বিষয় হয় আনন্দ এবং হরিকৃষ্ণ কেউই এত কম বয়সে বিশ্বের এক নম্বর দাবারু কার্লসেনকে হারানোর কৃতিত্ব অর্জন করেননি৷
প্রজ্ঞানন্দের দাবার সফর বেশ দীর্ঘ৷ ২০১৩ সালে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৮ খেতাব জিতেছিলেন চেন্নাইয়ের এই দাবারু৷ মাত্র ৭ বছর বয়সে FIDE মাস্টার খেতাব জয় করেন তিনি৷ চার বছর আগে ২০১৮ সালে মাত্র ১২ বছর বয়সে দেশের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হন আর প্রজ্ঞানন্দ৷ তার আগে ২০১৫ সালে অনুর্ধ্ব ১০ বিশ্ব দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন চেন্নাইয়ের ছেলে৷ ধারাবাহিক ভাবে অসাধারণ পারফরম্যান্স করে আসছেন তিনি৷ তাঁর আজকের পারফরম্যান্সও ছিল চমকে দেওয়ার মতো৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>