কলকাতা: দীর্ঘ ৪৮ বছর এক বাড়িতে থেকে এসেছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বেহালা চৌরাস্তার প্লেয়ারস কর্নারের বাড়ি। দূর দূর থেকে যে কত লোক এই বাড়ি দেখার জন্য আসে তার ইয়ত্তা নেই। কিন্তু সেই বাড়িই এবার বদলে ফেললেন ‘দাদা’। ঠিকানা বদল হল তাঁর। বেহালা ছেড়ে তিনি গেলেন রবীন্দ্র সদন চত্বরে। সম্প্রতি তিনি লোয়ার লাওডন স্ট্রিটে নিজাম প্যালেসের একেবারে কাছে একটি দ্বিতল বাড়ি কিনেছেন। ২৩.৬ কাঠা জমির উপর তৈরি বাড়িটির দাম নাকি ৪০ কোটি টাকা।
আরও পড়ুন- ডিভিশন বেঞ্চে ধাক্কা, ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্থের মামলা থেকে সরলেন বিচারপতি ট্যান্ডন ও সামন্ত
বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে বেহালার বাড়ি ছাড়বেন সৌরভ। কিন্তু নিজের শিকড় এত সহজে যে ছাড়া যায় না তা তিনিও জানেন। কিন্তু কাজের জন্য সেটা তাঁকে করতেই হল। আসলে রোজকারের যাতায়াত বেহালা থেকে করা খুব কঠিন হয়ে পড়ছিল। তাই শহরের মাঝ বরাবর চলে এলেন তিনি। কিন্তু বেহালার বাড়ি একেবারেই ছেড়ে দেবেন না তিনি। জানা গিয়েছে, সপ্তাহে কয়েক দিন তিনি সেখানে থাকবেন আর বাকি দিন নতুন বাড়িতে। অবশ্য নতুন বাড়িও ভেঙে নতুনভাবে গড়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘মহারাজ’। এক সংবাদমাধ্যম সূত্রের খবর, দ্বিতল ভেঙে বাংলো বানাবেন তিনি। তবে কার থেকে এই বাড়ি কিনলেন বিসিসিআই সভাপতি?
জানা গিয়েছে, ব্যবসায়ী অনুপমা বাগচী, কেশব দাস বিনানি এবং নিকুঞ্জের থেকে এই সম্পত্তি কিনেছেন সৌরভ। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানার পাশাপাশি এই বাড়িতে থাকবেন তাঁর মা। তবে ঠিক কবে থেকে এই বাড়িতে বসবাস শুরু হবে তা জানা যায়নি। ইতিমধ্যেই কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সৌরভের বাড়ির।