কলকাতা: পাকিস্তানকে হারিয়ে এশিয়াকাপের যাত্রা শুরু করেছিল ভারত৷ রবিবার সুপার ফোরে ভারতকে হারিয়ে সেই বদলা পূরণ করল পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সামনে ১৮২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। ৩ বল বাকি থাকতেই ম্যাচ বার করে নেয় বাবররা। তবে বাবর আজমের পাকিস্তানকে জেতানোর নেপথ্য কারিগর মহম্মদ রিজওয়ান। এদিন ৫১ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন পাকিস্তানের এই উইকেটকিপার।
আরও পড়ুন- বাবরদের বিরুদ্ধে বিরাট-রাজ, টি-টোয়েন্টি এশিয়া কাপে অর্ধশতরান, ১৮২ রানের লক্ষ্য রাখল ভারত
এদিন প্রথমে ব্যাট করতে নামে ভারত৷ প্রথম থেকেই মনে হচ্ছিল ২০০-র কাছাকাছি রান করবে রোহিতরা৷ তেমনটাই হল৷ বিরাটের ৬০ রানের ইনিংসে ভারত পৌঁছে যায় ১৮১-তে৷ রান তাড়া করতে নেমে এক সময় পিছিয়ে পড়েছিল পাকিস্তান৷ বাড়ছিল আস্কিং রেট৷ হঠাৎ করেই রানের গতি বাড়াতে শুরু করেন বাবররা৷ আর ভারতীয় বোলাররা বল করে শিক্ষনবিশের মতো৷ ফিল্ডিংয়েও ভুল হয়৷ ম্যাচের শেষ দিকে রবি বিষ্ণোইয়ের বলে আসিফ আলি ক্যাচ তুললেও তা মিস করেন অর্শদীপ সিং। ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলারও শেষের দিকে অনেক রান দিয়ে ফেলেন। অর্শদীপ সিং শেষ ওভারে উইকেট নিলেও পাকিস্তানকে থামানো যায়নি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>