বাবরদের বিরুদ্ধে বিরাট-রাজ, টি-টোয়েন্টি এশিয়া কাপে অর্ধশতরান, ১৮২ রানের লক্ষ্য রাখল ভারত

বাবরদের বিরুদ্ধে বিরাট-রাজ, টি-টোয়েন্টি এশিয়া কাপে অর্ধশতরান, ১৮২ রানের লক্ষ্য রাখল ভারত

 কলকাতা: ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি৷ পাকিস্তানের বিরুদ্ধে অর্ধ শতরান করলেন প্রাক্তন অধিনায়ক৷ সেই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির অর্ধ শতরানের সংখ্যা দাঁড়াল চার৷

আরও পড়ুন- ফেডারেশনের কমিটিতে থাকছেন না বাইচুং? জানা যাবে শীঘ্রই

রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রান করেছেন বিরাট। তাঁর স্ট্রাইক রেট ১৩৬.৩৬। তাঁর ইনিংসে রয়েছে একটি ছক্কা ও চারটি চার।  সেই সঙ্গে জয়ের জন্য পাকিস্তানের সামনে ১৮২ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত৷ 

২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি অর্ধশতরান করেছিলেন বিরাট৷ কলম্বোয় আয়োজিত ওই টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬১ বলে অপরাজিত ৭৮ রান করেছিলেন তিনি। ওই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন অধিনায়ক।  এর পর ২০১৬ সালে চাপের মুখে ৩৭ বলে ৫৫ রান করেন বিরাট৷ সেই ম্যাচেও তিনি ছিলেন সেরা৷ গত বছর টি-টোয়েন্টি ম্যাচে ভারত জিততে না পারলেও বিরাটের ব্যাট থেকে এসেছিল ৫৭ রান৷