Aajbikel

‘বিরাট প্রতারণা’! কোহলির বিরুদ্ধে ভুয়ো ফিল্ডিংয়ের গুরুতর অভিযোগ আনল বাংলাদেশ

 | 
কোহলি

কলকাতা:  টানটান ম্যাচে বুধবার বাংলাদেশের বিরুদ্ধে নাটকীয় জয় হয় ভারতের৷ কিন্তু ম্যাচের পরই বিরাট কোহলির বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল বাংলাদেশ। ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলির বিরুদ্ধে ‘ভুয়ো ফিল্ডিং’-এর অভিযোগ এনেছে শাকিবের বাংলাদেশ। তাঁদের দাবি,  ভারতকে ভুলের শাস্তি দিলে পাঁচ রান আসত বাংলাদেশের ঝুলিতে। তাহলেই ঘুরে যেত ম্যাচের ফল৷ কাকতালীয় ভাবে, ভারতের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাঁচ রানেই হেরেছে বাংলাদেশ। 

আরও পড়ুন- বিরাট ব্যাটে বাংলাদেশ বধ, ৫ রানে শাকিবদের হারাল রোহিতের ভারত

ঠিক কী ঘটেছিল অ্যাডিলেডে?

ব্যাট হাতে তখন ২২ গজে বাংলাদেশ৷ তাদের ইনিংসের সপ্তম ওভার চলছে৷ সেই সময় ঘটে ঘটনাটি। অক্ষর পটেলের বলে ডিপ অফ-সাইডে বল পাঠিয়ে রান নিতে যান লিটন দাস। কোহলির পজিসন ছিল পয়েন্ট। আরশদীপ বল ফেরত পাঠানোর সময় নাটকীয় ভাবে কোহলি বল কুড়িয়ে ছুড়ে দেওয়ার ভঙ্গি করেন। এই ঘটনা অবশ্য মাঠে থাকা দুই আম্পায়ার মারাইস ইরাসমাস এবং ক্রিস ব্রাউনের নজর এড়িয়ে যায়৷ তৃতীয় আম্পায়ারও কোনও আপত্তি জানাননি। এমনকি বাংলাদেশের দুই ব্যাটারও তৎক্ষণাৎ কোনও প্রতিবাদ করেননি৷ 


প্রসঙ্গত, আইসিসির ৪১.৫ ধারা অনুযায়ী, কোনও ফিল্ডার ব্যাটারকে বাধা দেওয়ার বা বিক্ষিপ্ত করার চেষ্টা করলে ঘটনার গুরুত্ব বুঝে বিপক্ষ দলকে পাঁচ রান শাস্তি হিসাবে দেওয়ার ক্ষমতা রয়েছে আম্পায়ারের হাতে৷ এ ক্ষেত্রে মাঠের দুই আম্পায়ার কোহলির আচরণে কোনও ভুল দেখতে পাননিষ তাই কোনও শাস্তিও হয়নি। 


 

Around The Web

Trending News

You May like