বিরাট ব্যাটে বাংলাদেশ বধ, ৫ রানে শাকিবদের হারাল রোহিতের ভারত

বিরাট ব্যাটে বাংলাদেশ বধ, ৫ রানে শাকিবদের হারাল রোহিতের ভারত

কলকাতা: টানটান উত্তেজনা৷ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ বলে টি-২০ বিশ্বকাপে জয়ে ফিরল ভারত৷ হারাল বাংলাদেশকে৷   

আরও পড়ুন- ৭-০ ডার্বি: ইস্টবেঙ্গলকে জোড়া গোলের মালা পরিয়ে ‘ডার্বি-রাজা’ সেই মোহনবাগান!

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান৷ এদিকে রোহিত বলেন, তিনি টস জিতলে প্রথমে ব্যাটই করতেন। তবে ভারতের শুরুটা ছিল নড়বড়ে৷ সুযোগ পেয়েও বড় রান করতে ব্যর্থ হন রোহিত৷ শুরুতে বেশ কয়েকটা বল খেললেও চতুর্থ ওভারেই হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তার আগের ওভারেই অবশ্য জীবন পেয়েছিলেন। তাঁর লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছিলেন সেই হাসানই। তবে সুযোগ কাজে লাগাতে পারলেন না।

এদিন অনেকটাই নজর কাড়েন কেএল রাহুল। তাঁকে নিয়ে প্রথম তিনটি ম্যাচে অনেক কথাই হয়েছে। চতুর্থ ম্যাচে মোক্ষম জবাব দিলেন। এদিকে রোহিত ফিরতেই ক্রিজে আসেন বিরাট কোহলি৷ তিনি ধরতে একটু সময় নেন। সেই সময় স্কোরবোর্ড সচল রাখার দায়িত্ব পালন করছিলেন রাহুলই। তাসকিন আহমেদ বাদে বাংলাদের প্রায় সব বোলারকেই তিনি আক্রমণ করেছেন৷ তবে দুর্ভাগ্য, অর্ধশতরান করার পরের বলেই সাজঘরে ফেরেন রাহুল। ফাইন লেগ অঞ্চল দিয়ে শট নিতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লাগে। সহজ ক্যাচ ধরেন মুস্তাফিজুর রহমান।

 
এদিনও ক্রিজে গর্জে ওঠে কোহলির ব্যাট৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনা ছন্দে অর্ধশতরান করলেন। এদিন ৬৪ রানে অপরাজিত থাকেন কোহলি। শেষ দিকে নেমে অশ্বিন একটি চার এবং একটি ছয়ের সাহায্যে স্কোরবোর্ড কিছুটা এগিয়ে দেন৷ 

বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল৷ তখন স্কোর ৬৬-০৷ কিন্তু বাধ সাধে বৃষ্টি৷ প্রায় আধ ঘণ্টা খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরু হতেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। লিটন আউট হওয়ার পর আর কোনও প্লেয়ারই দাঁড়াতে পারেননি৷