AIFF প্রেসিডেন্ট বাঙালি, ভারতীয় দলে জায়গা পেলেন না বাংলার কেউ

AIFF প্রেসিডেন্ট বাঙালি, ভারতীয় দলে জায়গা পেলেন না বাংলার কেউ

774fc05e0bdea91ecbb8e6a0e3bd6381

কলকাতা: চলতি মাসের শেষের দিকেই ভিয়েতনামে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় ফুটবল দলের। তার জন্যই শুক্রবার দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই দল দেখে মন খারাপ হবে বাঙালির। কারণ, কোচ ইগর স্টিমাচের দলে জায়গা পাননি কোনও বাঙালি ফুটবলারই। ২৪ সদস্যের যে দল ঘোষণা হয়েছে তাতে বাংলার কেউই নেই। তাৎপর্যপূর্ণ বিষয়, সম্প্রতি ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি হয়েছেন তিনি বাঙালি, প্রাক্তন বাঙালি তারকা ফুটবলার কল্যাণ চৌবে।

আরও পড়ুন- বিশ্বকাপের পরেই কি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন কোহলি? বোর্ডের কর্তার মন্তব্যে জল্পনা তুঙ্গে

আগামী ২০ সেপ্টেম্বর ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। আগের প্রতিযোগিতা পর্যন্ত দলের ছিলেন প্রীতম কোটাল, শুভাশিস বসুর মতো বেশ কয়েকজন বাঙালি ফুটবলার। কিন্তু এই দলে কেউই নেই। একটা সময়ে ভারতীয় দলে বাংলার ফুটবলারদের আধিপত্য থাকত সবচেয়ে বেশি। তবে ধীরে ধীরে তা কমতে শুরু করে। আর এই দল দেখে অবশ্যই দুঃখ পেতে হয় বাঙালিদের। ভারতীয় ফুটবল দলের ঘোষণা হয়েছে আর তা বাঙালি শূন্য। যদিও প্রেসিডেন্ট বাঙালি বলে দলে বাঙালিরা জায়গা পাবেন এমনটা নয়, তবুও জাতীয় দলে বাংলার কেউ না থাকাটা কষ্ট দিচ্ছে অধিকাংশ বাঙালিকেই। উল্লেখ্য, আগামী ২৪ এবং ২৭ নভেম্বর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে ভারতের দু’টি ম্যাচ খেলার কথা রয়েছে। ত্রিদেশীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে ৩০ হাজার এবং রানার্স হলে ২০ হাজার ডলার পাওয়া যাবে। ন্যূনতম ১০ হাজার ডলার পুরষ্কারের অর্থ।

ভিয়েতনাম সফরের জন্য ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ধীরজ সিং, সন্দেশ ঝিঙ্গান, রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেসানা সিং, হরমনজ্যোৎ সিং খাবরা, নরেন্দ্র গেহলোত, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, উদান্তা সিং, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, জিকসন সিং, সাহাল সামাদ, রাহুল প্রবীণ, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিং, ইশান পন্ডিতা, সুনীল ছেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *