‘ট্রেনিংয়ের সঙ্গে যৌন জীবন ব্যালেন্স করেন কী ভাবে?’ জবাবে যা বললেন নীরজ..

‘ট্রেনিংয়ের সঙ্গে যৌন জীবন ব্যালেন্স করেন কী ভাবে?’ জবাবে যা বললেন নীরজ..

নয়াদিল্লি:  অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতার পর থেকেই সংবাদমাধ্যমের পাদপ্রদীপে সোনার ছেলে নীরজ চোপরা৷ তাঁকে নিয়ে উৎকন্ঠার খামতি নেই অনুরাগীদের৷ কেউ জানতে চান তাঁর বান্ধবীর সম্পর্কে৷ কেউ আবার তাঁর সামনে শুরু করেছেন উদ্দাম নাচ৷ এই ক’দিনে নানা উদ্ভট প্রশ্ন শুনতে হয়েছে নীরজকে৷ কিন্তু সেই সব কিছুকে পিছনে ফেলে এবার আজব প্রশ্ন করা হল সোনা জয়ী জ্যাভলারকে৷ 

আরও পড়ুন- Tokyo Paralympics 2020: আরও এক সোনা এল ঘরে! একই ইভেন্টে মিলল রুপোও

প্রসঙ্গত, অলিম্পিক্সের দুই সোনাজয়ী খেলোয়ার নীরজ চোপড়া এং বজরং পুনিয়াকে নিয়ে ই-আড্ডায় বসেছিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস৷ এই আলোচনায় উপস্থিত ছিলেন খোদ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ক্রীড়া সম্পাদক এবং সহ-ত্রীড়া সম্পাদক৷ উপস্থিত ছিলেন দেশের নামীদামী অতিথিরাও৷ প্রথম থেকে বেশ ভালোই জমে উঠেছিল ই-আড্ডা৷ কিন্তু তাল কাটল শেষ পর্বে৷ ডিজাইনার রাজীব শেট্টির প্রশ্ন শুনে রীতিমতো চটলেন নীরজ৷ 

 

এদিন রাজীব বলেন, নীরজজি, বজরং ভাই আপনারা কত সুন্দর৷ আপনাদের কাছ থেকে বহু মানুষ একটা প্রশ্নের উত্তর জানতে চায়৷ কিন্তু তাঁরা ইতস্তত করে৷ তাঁদের হয়েই এই প্রশ্নটা করব৷ এর পরেই বোমা ফাটিয়ে তিনি জানতে চান, ‘‘অ্যাথলেটিক্স ট্রেনিংয়ের সঙ্গে আপার সেক্স লাইফের ভারসাম্য বজায় রাখেন কী করে? জানি প্রশ্নটা একটু উদ্ভট৷ কিন্তু পিছনে একটি গুরুতর প্রশ্ন লুকিয়ে আছে৷’’

আরও পড়ুন- ভারতের ঝুলিতে এল ব্রোঞ্জ, ইতিহাস গড়ে প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক জিতলেন আভনি

নীরজ

এদিকে প্রশ্ন শুনেই অস্বস্তিতে পড়েন নীরজ। জবাবে বলেন, ‘সরি, স্যার। শুধু সরি বললাম, এটাই যা।’ নীরজ বিব্রত বোধ করছে এটা বোঝা সত্ত্বেও ফের একই প্রশ্ন করেন রাজীব৷ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সোনার ছেলে৷ সঞ্চালককে সরাসরি বলেন, ‘দয়া করে, আপনি এই প্রশ্নের জবাবটা দিয়ে দিন।’ এর পর রাজীব অবশ্য এই প্রশ্নের জন্য ক্ষমা চেয়ে নেন৷ প্রত্যুত্তরে নীরজ বলেন,  ‘‘আপনার প্রশ্ন শুনে আমার মন ভরে গিয়েছে। কিন্তু, আর না। প্লিজ।’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =