টোকিও: প্যারালিম্পিক্সে ফের পদক জিতল ভারত৷ শুক্রবার সকালেই হাই জাম্পে রুপো জিতেছিলেন প্রবীণ কুমার৷ বেলায় ভারতের ঝুলিতে এলো দ্বাদশতম পদক৷ টোকিও প্যারালিম্পিক্সে ফের পদক জিতলেন আভনি লেখারা। ৫০মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শ্যুটার। এর আগে গত সোমবার ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ ইভেন্টে সোনা জিতেছিলেন রাজস্থানের মেয়ে আভনি। একই প্যারালিম্পিক্সে দুটি পদক এর আগে কোনও ভারতীয় জেতেননি। সেই নিরিখে ইতিহাস গড়লেন আভনি।
আরও পড়ুন- টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের ঘরে একাদশতম পদক, হাই জাম্পে রুপো জিতলেন প্রবীণ
এই বছরই প্রথম প্যারা অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন রাজস্থানের কন্যা আভনি লেখারা৷ আর প্রথমবারেই সফল৷ তাঁর হাত ধরেই প্যারালিম্পিক্সে ভারতের ঘরে আসে প্রথম স্বর্ণ পদক৷ আর এবার ব্রোঞ্জ জিতলেন তিনি৷ সেই সঙ্গে প্যারালিম্পিক্সে একাধিক পদক জয়ীদের তালিকায় ঢুকে পড়লেন আভনি লেখারা৷ এর আগে ভারতের হয়ে একাধিক পদক জিতেছেন যোগিন্দর সিং বেদি, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং দেবেন্দ্র ঝাঝারিয়া৷ আভনির দ্বিতীয় পদক জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি টুইট করে লেখেন, ‘আরও একটি গৌরবের মুহূর্ত ভারতের জন্য৷ টোকিও প্যারালিম্পিক্সে আভনির অসাধারণ পারফর্ম্যান্সে আমি অভিভূত। ব্রোঞ্জ পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাই। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল৷’’
আরও পড়ুন- প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন সিংহরাজ
প্রসঙ্গত, ২০১২ সালে একটি দুর্ঘটনায় পা হারিয়েছিলেন আভনি৷ তাঁর জীবনের সঙ্গী হয়ে যায় হুইল চেয়ার৷ তবে তাঁকে রোখা যায়নি৷ বাবার অনুপ্রেরণায় ২০১৫ সাল থেকে শুরু হয় তাঁর নতুন জীবন৷ জয়পুরে শুটিং রেঞ্জে প্রথম রাইফেল হাতে শুট করেন আভনি৷