টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে সাফল্যের ধারা অব্যাহত৷ ফের পদক এলো ভারতের ঘরে৷ হাই জাম্পে রুপো জিতে একাদশতম পদক জিতে নিলেন প্রবীণ কুমার৷ ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড গড়লেন তিনি। পুরুষদের টি৬৪ বিভাগে পদক জিতলেন প্রবীণ।
আরও পড়ুন- প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন সিংহরাজ
এই বছরই প্রথমবার প্যারালিম্পিক্সে যোগ দিয়েছিলেন ১৮ বছরের প্রবীণ কুমার৷ গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম এডওয়ার্ডের সঙ্গে টাই হয় তাঁর৷ তবে টাইব্রেকারে জিততে পারেননি ভারতের এই হাই জাম্পার। ২.১০ মিটার লাফিয়ে সোনা জিতে নেন গ্রিট ব্রিটেনের জোনাথন। পুরুষদের টি৬৪ বিভাগে ব্রোঞ্জ জেতেন পোল্যান্ডের মেসিয়েজ লেপিয়াটো।
আরও পড়ুন- হাঁটুতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে জাদেজা, চতুর্থ টেস্টে খেলতে পারেন অশ্বিন
২০১৯ সালে প্যারা স্পোর্টসে অংশ নিয়েছিলেন এই তরুণ হাই জাম্পার। এই মুহূর্তে বিশ্ব তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। হাই জাম্প নয়, খেলাধুলোর জগতে প্রবীণের আত্মপ্রকাশ হয়েছিল ভলিবল দিয়ে। পরে কোচ সত্যপাল সিংহের হাত ধরে হাই জাম্পে জাতীয় প্যারা অ্যাথলিটের দুনায়ায় পা রাখেন প্রবীণ। তাঁর প্রশিক্ষণেই নিজেকে তৈরি করেন প্যারালিম্পিক্স পদক জিতে নিলেন এই হাই জাম্পার৷ অলিম্পিক্সের পর প্যারালিম্পিক্সেও দারুণ ভাবে সফল ভারত৷