চানুর রুপো বদলে যেতে পারে সোনায়, সোনাজয়ীর ডোপ টেস্টে জোড় জল্পনা

চানুর রুপো বদলে যেতে পারে সোনায়, সোনাজয়ীর ডোপ টেস্টে জোড় জল্পনা

টোকিও: বদলে যেতে পারে মীরাবাই চানুর পদকের রং৷ রুপোর রং বদলে হতে পারে সোনা৷ তৈরি হয়েছে তেমনই সম্ভাবনা৷ টোকিও অলিম্পিকে ভারত্তোলনে ভারতের হয়ে প্রথম রুপো জিতেন ভারতের মেয়ে চানু৷ কিন্তু তাঁর বিভাগে সোনাজয়ীর হঠাৎ ডোপটেস্টে তৈরি হয়েছে চানুর পদক বদলের সম্ভাবনা৷ 

আরও পড়ুন- ভারতকে সোনা এনে দিলেন প্রিয়া মালিক, তবে অলিম্পিকে নয়

৪৯ কেজি বিভাগে ভারত্তোলনে সোনা জিতেছিলেন চিনের প্রতিযোগী জিহুই হৌ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন মীরাবাই চানু৷ কিন্তু এরই মাঝে আমেরিকার কাইল বাস নামে এক নেট বাসিন্দা টুইট করে বলেন, ‘‘চিনা প্রতিযোগী ঝিহুই হৌ-এর ডোপ টেস্ট হবে৷’’ এই খবর ভাইরাল হতেই চানুর পদক বদলের জল্পনা মাথাচাড়া দেয়৷ এই টুইট দেখার পর অনেকেই মেন করেন হৌ নিষিদ্ধ ওষুধ নিয়েছেন৷ 

চানু

আসল বিষয়টি হল, শুধু হৌ নয়৷ জানা গিয়েছে টোকিও অলিম্পিক্সে যোগ দেওয়া বহু প্রতিযোগীরই ডোপ টেস্ট করা হবে৷ সেই টেস্টে হৌ-এর রিপোর্ট পজেটিভ হলে তবেই মীরাবাই চানুর রুপোর পদক বদলে সোনা হতে পারে৷ তবে এই গুজবে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় ক্রিড়াপ্রেমীরা৷ তবে পুরোটাই সম্ভবনা৷ ডোপ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও কিছুই নিশ্চত ভাবে বলা সম্ভব নয়৷  
 

আরও পড়ুন- প্রতিকূলতাকে হার মানিয়ে কী ভাবে অলিম্পিক্সে পদক ছিনিয়ে নিল পাহাড়ি মেয়ে চানু?

সাধারণ পরিবার থেকে যাত্রা শুরু করেছিলেন মীরাবাই চানু৷ কঠোর পরিশ্রম ও প্রতিভার জেরে আন্তর্জাতিক মঞ্চে উত্থান ঘটে তাঁর৷ ২০১৭ সালে ভারোত্তলেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি৷ ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন৷ এর আগ ২০১৪ সালে কমনওয়েলথ-এ রুপো জিতেছিলেন মীরাবাই চানু৷ ২০২০ সালে এশিয়ান চাম্পিয়নশিপে তাঁর হাত ধরেই আসে ব্রোঞ্জ৷ আর ২০২১ সালে টোকিও অলিম্পক্সে মহিলাদের ৪৯ কেজিতে অলিম্পিক্সে রুপো জিতেন ২৬ বছরের চানু৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + twenty =