বিশ্ব চ্যাম্পিয়নের কাছে পরাজিত লভলিনা, ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরছেন ভারতীয় বক্সার

বিশ্ব চ্যাম্পিয়নের কাছে পরাজিত লভলিনা, ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরছেন ভারতীয় বক্সার

টোকিও:  লভলিনা বড়গোহাঁইয়ের হাত ধরে অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত৷ কিন্তু টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালেই থেমে গেলেন লভলিনার সফর। তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে ০-৫ ব্যবধানে পরাজিত হলেন লভলিনা। বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় বক্সারকে৷ 

আরও পড়ুন- কড়া টক্কর দিয়েও হার, অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন শেষ মনপ্রীতদের

শেষ চারে জায়গা পাকা করে আগেই পদক নিশ্চিত করে নিয়েছিলেন এই বক্সার৷ সোনা জয়ের দৌঁড়ে সামিল হওয়ার জন্য সেমিফাইনাল বাউট জিততে হত তাঁকে৷ কিন্তু টোকিও অলিম্পিক্সে সোনা বা রুপো জয়ের স্বপ্ন শেষ লভলিনার৷ ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাঁকে৷ তিনটি রাউন্ডেই এদিন তুরস্কের বক্সারের সামনে দুর্বল লেগেছে ২৪ বছরের লভলিনাকে৷ মনে হয়েছে তিনি কিছুটা ক্লান্ত৷ এর আগে সোনা জয়ের যে তাগিদ তাঁর মধ্যে দেখা গিয়েছিল, এদিন সেটা ছিল মিসিং৷ নিজের কথাই যেন নিজে রাখতে পারলেন না লভলিনা৷ তিনটি রাউন্ডে এক তরফা ভাবে বুসেনাজকেই পয়েন্ট দেয় পাঁচ বিচারক৷ 

তবে লভনিলার ফাইটে আরও একটি পদক আসছে ভারতে৷ ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো, ব্যাটমিন্টনে পিভি সিন্ধুর ব্রোঞ্জের পর বক্সিংয়ে লভলিনা এনে দিল তৃতীয় পদক৷ তাঁর ব্রোঞ্জ জয়েও খুশি দেশ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে৷ অসমের প্রথম প্রতিযোগী হিসাবে পদক নিয়ে দেশে ফিরছেন লভলিনা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twenty =