কড়া টক্কর দিয়েও হার, অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন শেষ মনপ্রীতদের

কড়া টক্কর দিয়েও হার, অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন শেষ মনপ্রীতদের

টোকিও: ৪১ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় হকি দল৷ অনকে আশা নিয়ে বসেছিল ভারতের হকি প্রেমীরা৷ কিন্তু ভারতের সোনা জেতায় স্বপ্ন শেষ৷ বেলজিয়ামের বিরুদ্ধে হেরে গেল মনপ্রীতের ভারত৷ এবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবে ভারতীয় হকি দল৷ 

আরও পড়ুন – ইতিহাস লিখে অলিম্পিক্সে মেয়েদের হকির সেমিফাইনালে রানিরা

এদিন ২-৫ গোলে বেলজিয়ামের কাছে পরাজিত হয় ভারত৷ পেনাল্টি বক্সে ভুলের জন্য প্রচুর পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম৷ আর সেই সুযোগ দারুন ভাবে কাজে লাগায় তাঁরা৷ শুরু থেকে বলের দখল রেখেছিল মনপ্রীতরা৷ কিছু পেনাল্টি কর্নারও পেয়েছিল৷ কিন্তু তা কাজে লাগাতে পারেনি৷ শুরু থেকে কড়া টক্কর দিলেও গতবারের রুপো জয়ী বেলজিয়ামের কাছে পরাজিত হয় ভারত৷ প্রথম কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে ছিল মনপ্রীতরা৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করে দেয় বেলজিয়াম৷  

 

এদিন ২ মিনিটের মাথায় প্রথম গোলটি করে বেলজিয়াম৷ তবে গোল শোধ করতে দেরি করেনি ভারত৷ হরমনপ্রীতের গোলে ম্যাচে সমতা বাজায় রাখে তাঁরা৷ প্রথম গোলের ৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন মনদীপ সিং৷ ভারত প্রথম কোয়ার্টার শেষ করে ২-১ এগিয়ে৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ফের গোল শেধ দেয় বেলজিয়াম৷ এর পর গাদা গাদা পেনাল্টি পেয়ে যায় গত বারের রুপো জয়ী দল৷ বেলজিয়ামের কাছে হেরে এবার ভারত নামবে ব্রোঞ্জ দখলের লড়াইয়ে৷  প্রসঙ্গত, গত বার অলিম্পিক্সে বেলজিয়ামের কাছে পরাজিত হয়েই অলিম্পিক্স থেকে ছিটকে গিয়েছিল ভারত৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 1 =