টোকিও: মেরি কমের বিদায়ে মনে ভেঙেছিল ভারতের৷ কিন্তু স্বপ্ন দেখালো ভারতের আরও এক কন্যা লভলিনা বড়গোহাঁই৷ মেয়েদের বক্সিংয়ে ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন ভারতীয় এই বক্সার৷ কোয়ার্টার ফাইনালে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপেইয়ের নিয়েন-চিন চেনকে৷
আরও পড়ুন- মন ভেঙে গেল ভারতের, অলিম্পিক থেকে বিদায় নিলেন মেরি
Lovlina you beauty!
Lovlina Borgohain ensures 2nd medal for #TeamIndia at Tokyo; Beats former World Champion from Taipei 4:1 to storm into Semis.
Such a proud moment folks #Tokyo2020withIndia_AllSports #Tokyo2020 pic.twitter.com/2Lhpy9OYLT— India_AllSports (@India_AllSports) July 30, 2021
মেরি কমের পদক নিয়ে আশাবাদী ছিল ভারত৷ কিন্তু মহিলাদের (৪৮-৫১ কেজি) বিভাগে কলম্বিয়ার ইনগ্রিট লরেনা ৩-২ ব্যবধানে হারিয়ে দেন কিংবদন্তি মেরিকে। প্রসঙ্গত, লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ানশিপে আটবার পদক জিতেছেন তার মধ্যে ছয়বার সোনা! আবার মেয়েদের বক্সিং থেকে ছিটকে গিয়েছেন সিমরণজিৎ কউরও৷ তবে আশা জাগিয়ে সোমিফাইনালে পৌঁছলেন লভলিনা৷ টোকিওকে তাঁর পদক জয় নিশ্চিত৷ কোয়ার্টারে প্রথম রাউন্ডেই চিন বিরকের আস্থা অর্জন করেছিলেন লভলিনা৷ লভলিনা বাউট জেতেন ৩০-২৭, ২৯-২৮, ২৮-২৯, ৩০-২৭, ৩০-২৭ ব্যবধানে।
👉 2 time World Championships medalist
👉 2 time Asian Championships medalist
👉 Now an Olympic medalist
Ladies & Gentlemen: A big round of applause for
Lovlina Borgohain who is only 2nd 🇮🇳 female Boxer to win an #Olympics medal #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/aeRLi0aFOB— India_AllSports (@India_AllSports) July 30, 2021
সেমিফাইনালে লভলিনার প্রতিপক্ষ তুরস্কের সুসেনাজ সুরমেনেলি৷ সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন তিনি৷ যদিও তাঁর লক্ষ্য সোনা৷ তাই ফাইনালে ওঠার জন্য নিশ্চিত ভাবেই প্রবল চেষ্টা চালাবেন তিনি৷ ১৯৯৭ সালের ২ অক্টোবর অসমের গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রামে জন্ম লভলিনা বড়গোহাঁইয়ের৷ ছোট থেকেই শারীরিক শক্তি বেশি তাঁর৷ শুরুটা হয়েছিল কিক বক্সিং দিয়ে৷ পরে বক্সিংকে ভালোবেসে ফেলেন তিনি৷