সৌদিতে লিয়োর বাবা! রয়েছে ২০০০ কোটির প্রস্তাব, রোনাল্ডোর পথেই কি বেদুইনের দেশে মেসি?

সৌদিতে লিয়োর বাবা! রয়েছে ২০০০ কোটির প্রস্তাব, রোনাল্ডোর পথেই কি বেদুইনের দেশে মেসি?

 কলকাতা: এবার কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথেই লিয়োনেল মেসি? বেদুইনের দেশে পা রাখবেন বিশ্বকাপজয়ী অভিনায়ক? শুরু হয়েছে জল্পনা৷ কারণ, প্যারিস সঁ জরমঁর সঙ্গে লিয়োর চুক্তি শেষ হচ্ছে আগামী জুন মাসে। এর পর মেসির কাছে দুটি পথ খোলা থাকবে৷ এক, পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানো৷ দুই,  অন্য ক্লাবে যোগ দেওয়া৷ এখন তিনি কি সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে চরম ধোঁয়াশা৷ মেসিকে নিয়ে জল্পনার মাঝেই সৌদি আরবে দেখা গেল তাঁর বাবা জর্জেকে। তিনি মেসির এজেন্টও বটে। তা হলে কি নতুন কোনও ক্লাবের সঙ্গে কথা বলতেই সৌদিতে গিয়েছেন জর্জে?

আরও পড়ুন- ‘ক্যাপ্টেন কুল’ থেকে ‘মছলিবাবা’! ধোনির এই গল্পটা জানেন?

স্প্যানিশ সংবাদপত্র মার্কার প্রতিবেদন অনুযায়ী, রিয়াধের রাস্তায় জর্জের দেখা মিলেছে। সম্ভবত সেখানে কোনও ক্লাবের সঙ্গে কথা বলতে গিয়েছেন তিনি৷ তবে বিষয়ে নিশ্চিত কোনও খবর মেলেনি৷ কিন্তু, মার্কার দাবি, সৌদির ক্লাব আল হিলালের কর্তাদের সঙ্গে কথা বলতে গিয়েছেন জর্জে। কোনও উদ্দেশ্য ছাড়া তিনি অযথা কেন সে দেশে যাবেন? ইতিমধ্যেই মেসিকে ১৯৩৫ কোটি টাকার প্রস্তাব দিয়ে রেখেছে আল হিলাল। সেই প্রস্তাবে কি সাড়া দিতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক?

সৌদি প্রো-লিগে সিআর-৭ এর আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাব হল আল হিলাল। রোনাল্ডো সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই মেসিকে নিজেদের ক্লাবে আনার চেষ্টা চালাচ্ছে আল হিলাল। সেই প্রচেষ্টা কি এ বার সফল হতে চলেছে? জর্জেকে রিয়াধে দেখার পর থেকে সেই জল্পনা আরও দৃঢ় হয়েছে৷

এদিকে, পিএসজির সঙ্গে নতুন করে চুক্তিতে সইও করেননি মেসি। ক্লাবের অন্দরে কানাঘুষো, প্যারিসের ক্লাবে একেবারেই খুশি নন আর্জেন্টিনার কিংবদন্তী। তাই পিএসজি-তে আর থাকতেও চাইছেন না বিশ্বকাপে সোনার বলজয়ী তারকা। বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ মেসির সঙ্গে আলোচনা চালাচ্ছে। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিও মেসিকে নিয়ে আগ্রহী। তবে এখনই আমেরিকায় যাবেন কিনাস তা নিয়ে সংশয়ে রয়েছেন লিয়ো। এই টানাপোড়েনের মাঝে তাঁর গন্তব্য হতে পারে সৌদি আরব। মেসির বাবার রিয়াধ সফর সেই জল্পনার আগুনেই ঘি ঢেলেছে।